![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।
#রিভিউ
.
Movie: Charlie (Malayalam)
Genre: Drama
Duration: 130min
IMDb Rating: 7.8/10
Released On: 24th Dec, 2015.
Directed By: Martin Prakkat.
Screen Play: Martin. Pakkat, Unni R.
Music: Gopi Suder
Cinematography: Jomon T. John
Cast: Dulquer Salmaan, Parvathy, Aparna Gopinath
& other.
'চার্লি' ২০১৫ সালের একেবারে শেষদিকে রিলিজ হওয়া মুভি। মুভির গানগুলোও ভালো লেগেছে। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। মুগ্ধ হবেন। কেনো জানি মনে হচ্ছিল এই মুভিটা নিয়ে রিভিউ না দিলে পাপ হবে!
.
কাহিনী সংক্ষেপঃ কাহিনীর শুরু তেসা নামের এক মেয়েকে দিয়ে। যে নিজেও কম বাউন্ডুলে না। দুপায়ে দুরকম জুতো পরার মত মেয়ে। যার নিজের জীবনটা চলে পরিকল্পনা ছাড়া। কোনরকম পরিকণ্পনা করে চলতে চায়না সে। সেরকমই একটা সময়ে বাড়ি থেকে পালিয়ে যায় তেসা। ওঠে এক জঞ্জালে ভরা ফ্ল্যাটে। অাগের মালিকের সবকিছুই সেখানে রয়েছে। বলা চলে সেও শখের অার্টিস্ট। অদ্ভুত রকমের অগোছালো ঘরদোর। শেষপর্যন্ত তেসা সবকিছু সাফাই করা শুরু করে। হঠাৎই দেখা পায় একটা কমিকের। যে কমিকের কাহিনীটা পুরোপুরি দেয়া নেই। তেসার কৌতুহল বাড়তে থাকে বাকি গল্পটুকু জানার জন্য। সে খোঁজা শুরু করে সেই কাহিনীর শেষ।
.
ঘরের মধ্যেই বিভিন্ন লোকজনের স্কেচ করা থাকে। সেগুলো থেকেই ক্লু বের করার চেষ্টা করে তেসা।এখান থেকেই মুভির প্লট এগোতে থাকে।
.
লোকাল এক বন্ধুর সাহায্য নেয় তেসা।কয়েকজনকে খুঁজে বেরও করে ফেলে তারা। চার্লিকে নিয়ে জানতে পারে অনেক কিছু। এর মধ্যে চার্লির বাবাকেও খুঁজে পায় তারা। চার্লির বাবা অান চার্লি যেন বাবা-ছেলে নয় জিগরিদোস্ত টাইপ কেউ। চার্লির বাবা জানান ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে সে। ১৫ বছর ধরে বাবার সাথে ঘুরেছে এখানে ওখানে। সেখান থেকেই অভিজ্ঞতা পেয়েছে অনেককিছুর।
.
এতকিছু জানার পর চার্লির সাথে দেখা করার কৌতুহলটাও বেড়ে যায় তেসার। কিন্তু চার্লি তাকে ধরা দেয় না। কারন গতানুগতিক ধারা মেনে চলার লোক সে নয়।
.
ছোট ছোট কাহিনী অাছে পুরো মুভিটা জুড়ে। চোখ-কান লাগিয়ে বসে থাকতে হবে শুধু। বাকি কাজ মুভিই করে দেবে।
.
যাকে নিয়ে এত কাহিনী সেই চার্লি অদ্ভুত এক চরিত্র। যার নিজের ধরাবাঁধা কোনো রুটিন নেই। যার মূল কাজই হচ্ছে মানুষকে অভিভুত করা। এই কাজের মাধ্যমে সে অন্যরকম মজা খুঁজে পায়।মানবিক দিক দিয়ে ভালবাসা বিষয়টা যে কতটা সুন্দর চার্লিকে দেখলে তবেই বোঝা যায়।
.
#হাল্কা_স্পয়লার
মুভিটাতে ভাললাগার দৃশ্য অনেক অাছে। তবে সবচাইতে ভালো এবং খারাপ লাগার জায়গাটা হচ্ছে সমুদ্রের ওপর যখন চার্লি মরিয়ম (মেরি) কে নিয়ে অাসে। যার পুরো জীবনটায় নরক। যে নিজেকে সমুদ্রেই জলাঞ্জলি দেয়। কারণ জানতে হলে মুভিটা দেখা বাঞ্ছনীয়!
.
সবটাই গেলো। এখন কথা হচ্ছে তেসা বাকিটুকু জানতে পারলো কিনা।তেসা-চার্লি কি টম & জেরি কার্টুনের মতন দৌড়াদৌড়িই করে যাবে নাকি এর কোনো পরিনতি অাছে সেটাও দেখার বিষয়।
....
যাহোক মুভিটা দেখতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। মালায়ালাম মুভি তারওপর ডাবল সিডি তে লোড করা। সাবটাইটেল সেটই করতে পারিনাই। যাহোক অনেক বেশি অাশা নিয়ে দেখা শুরু করেছিলাম। নিরাশ হইনি। বলে রাখা ভাল এটাই অামার দেখা প্রথম মালায়ালাম মুভি। ওয়াইফাই নেই বিধায় দেখার খরচা ওঠানো সমস্যা! ফেবরিট মুভিগুলোর লিস্টে এড করে দিলাম এটাকে।
.
Personal Rating: 11/10
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
অাসমা সাদিয়া বলেছেন: বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে পারেন। ধন্যবাদ
২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: তাদের মুভিগুলোতে গল্প থাকে। তাই দেখতে ভালো লাগে। সংগ্রহে রাখলাম।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
অাসমা সাদিয়া বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
শাহ আজিজ বলেছেন: দক্ষিন ভারতে আরেক জগত আছে সিনেমার যার প্রসার শুধুই দক্ষিনেই রয়ে গেছে । দক্ষিন থেকে মুম্বাইয়ে এসে অনেকেই সুপার স্টার হয়েছে। ভাষাগত সমস্যার জন্য দক্ষিনে গেলেও সিনেমা দেখা হয়নি । ভাল পোস্ট ।