![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
সেভেন সিস্টারস,যার কথা এশিয়ান হাইওয়ে ,টিপাই মুখি বাঁধ ও এই অঞ্চলের নিরাপত্তা জনিত সকল আলোচনায় সব সময় আসছে।কি এই সেভেন সিস্টার?
বর্তমান উত্তর-পুর্ব ভারতের ৭ টি রাজ্য নিয়ে এই ৭ সিসস্টার।কিন্তু রাজনৈতিক,ঐতিহাসিক ও ভৌগোলিক দিক দিয়ে এর বিশেষত্বই একে আলোচনার কেন্দ্রে রাখে।Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland, ও Tripura নিয়ে এই ভৌগোলিক অঞ্চল।ঐতিহাসিক ভাবে এই অঞ্চলটি ভারতের ছিলনা কখনই।কিন্তু ১৮২৬ সালে Treaty of Yandaboo এর মাধ্যমে আসাম বৃটিশ ভারতের অংশ হয়।আর ১৯৪৭ এর পাক-ভারত স্বাধীনতার সময় ভারতের অংশ হয়।মানচিত্র খেয়াল করলে স্পস্ট এই ৭ টি রাজ্যের সাথে মুল ভারত ভুখন্ডের সংযোগ পথ কেবল আসাম।আসামের সিলিগুরি কোরিডোর দিয়ে এরা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত।এই কোরিডোর এর অপর নাম "চিকেন নেক" যা মাত্র ২১-৪০ কিমি প্রস্থ স্থান ভেদে।যা বাংলাদেশ ও নেপাল বর্ডারের মাঝে অবস্থিত।
পেট্রোলিয়াম ও অন্যন্য প্রকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের ৭ টি রাজ্য নিজেরা একে অপরের সাথে নদী ও অন্যন্য ইস্যুতে একতা বদ্ধ।আমরা যে United Liberation Front of Assam,বা ULFA এর নাম শুনি এটি মুলত বিপ্লবী পলিটিক্যাল অর্গানাইজেশন।যা ১৯৭৯ এর দিকে প্রতিষ্ঠিত হয়,নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত করতে।
আর তাই স্বাধীনতার জন্য উন্মুখ এই অঞ্চলের বিদ্রোহ ঠেকাতে কড়া নজর রাখতে হয় ভারতের কেন্দ্রকে।সিলিগুরি কোরিডোরে তাই ভারতিয় সেনা বাহীনি সমসময় সমতর্কাবস্থায় থাকে।
এই ৭ রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা আছে বাংলাদেশ,মায়ানমার,চীন ও নেপালের।
এশিয়ান হাইওয়ের প্রস্তাবিত ৩ টি রাস্তার ২ টি যুক্ত এই সেভেন সিস্টারের সাথে।অন্যদিকে ২০০২ সালে সিলিগুরি কোরিডোর এর মাঝ খান দিয়েই ভারত,বাংলাদেশ,নেপাল ও ভুটানের মাঝে একটি ফ্রি ট্রেড জোন গড়ার কথা আলোচনায় আসে।
ভবিষ্যতের সুপার পাওয়ার ভারতের ভৌগোলিক মানচিত্র কেমন হবে সেটা নির্ভর করবে এই অঞ্চলের শান্তির উপর।আর তার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার প্রশ্ন।
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৮
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ১)আপনি লেখাটা ভালো করে পড়েন...আমি বলেছি আসাম ঐ চুক্তি দিয়ে বৃটিশ ভারতে যুক্ত।ত্রিপুরার কথা টানিনি।
২)মুজিব যখন বাংলাদেশ স্বাধীন করার জন্য লড়ছিল তখন আমাদের কেও অনেকেই বিচ্ছিন্নতা বাদি বলত। পৃথিবিতে সকল কিছুই আপেক্ষিক।
ক্ষুদুরাম আমাদের কাছে বীর।কিন্তু বৃটিশদের কাছে বিচ্ছিন্নতা বাদি।
৩)ঐ অঞ্ছলটি যে স্বাধিনতার জন্য উন্মুখ সেটা হাইপোথিসিস না...সেটা বাস্তবতা।আর ঐ অঞ্ছলে গত ৫০ বছরের ইতিহাস দেখুন...
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৯
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আর সিলেট ৪৭ এ পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষন করায় সেটি এখন বাংলাদেশের...
২| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আরো জানার জন্য নজরে রাখলাম, তবে নেপাল ভূটান আমাদের এতো কাছে সেটা জানতামই না!
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৩
এ. এস. এম. রাহাত খান বলেছেন: বড় ব্লগ পড়ার ধৈর্য্য সবার থাকে না।তাই ইচ্ছা করেই সংক্ষেপে লিখেছি...
ধন্যবাদ
৩| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ম্যাপ দেখে মনে হইতাসে আমাদের মধ্যে দিয়া এশিয়ান হাইওয়ে ভারতের আসলে খুব দরকার...
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮
এ. এস. এম. রাহাত খান বলেছেন: জি ভাইজান এর জন্যই ভারত মরিয়া
৪| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: Arunachal Pradesh, Assam, Meghalaya, Manipur, Mizoram, Nagaland, ও Tripura নিয়ে এই ভৌগোলিক অঞ্চল।ঐতিহাসিক ভাবে এই অঞ্চলটি ভারতের ছিলনা কখনই।কিন্তু ১৮২৬ সালে Treaty of Yandaboo এর মাধ্যমে আসাম বৃটিশ ভারতের অংশ হয়
এই থেকে যা বোঝা যায় তাই বুঝেছি।
এখানে ইতিহাস বিকৃতি প্রবল, জানেন তো ১৮২৬ সনে আসামের মহকুমাও ছিল। মহাভারতের আখ্যানে মনিপুরের নাম পাবেন।
মনিপুরের সংস্কৃতি ধারা দেখলে ভারতীয়তার পরিচয় পাবেন, ১৮২৬ এর হিসাবেতো আর একটা সংস্কৃতি গড়ে ওঠেনি।
সিলেট জেলায় বিষ্ণুপ্রিয়া মনিপুরিদের আগমনের ইতিহাস জেনে নেবেন, তা হলেই অঙ্ক মিলে যাবে।
চৈতন্য মনিপুরে যে গিয়েছিলেন সেতো প্রায় ৪৫০ বছর আগের কথা।
বিপ্লবী হতে গেলে যা বৈশিষ্ট তা একটু জানতে চাই এবং উলফা প্রেক্ষাপটেও।
কতলোক স্বাধীনতা চাইলে তাকে উন্মুখ বলা যায়??? ১০ হাজার, কোটির মধ্যে?
ক্ষুদিরামের উদাহরন এখানে বাতুলতা কারন ব্রিটিশরা যে জবরদখল করে ছিল যা তাদের উপনিবেশিকতা দিয়েই তো ব্যপারটা পরিস্কার।
উ পূ এর আপানার হিসাবে "স্বাধীনতা উন্মুখ দলগুলি" প্রায় সবগুলিই আলোচনা করতে চায় বা করছে বা করে সরকারী সুবিধা টুবিধা নিয়ে 'স্বাধীনতা" ভুলে গেছে।
বাংলাদেশকে কেবল পাকিস্তান প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদী বলেছে অনকে না, আর তখনকার বাংলাদেশের মানুষ ( মানে পুব পাকিস্তান) অন্য রাস্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফলে বিচ্ছিন্নতার লেবেল ধোপে টেকেনি।
সেটা ছিল সকল স্তরের মানুষের অংশগ্রহনে।
৭১ এর সাথে আলফাকে টেনে আপনি নিজেই ৭১ কে ছোট করলেন।
আমি উ পূ এর লোক তো তাই ৫০ বছরের ইতিহাস জেনেই বলছি।
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
এ. এস. এম. রাহাত খান বলেছেন: 1) আগে ulfa নিয়েই বলি, আপনি wiki তে জান Click This Link ।ভারত সরকারের চোখে এরা সন্ত্রাসী ১৯৯০ থেকে।
ক্ষুদিরামের কথা এই জন্য বলা হলো,যে আমাদের কাছে সকল কিছুই আপেক্ষিক,যার যার অবস্থান থেকে সেটি বিবেচ্য।
2)আমাদের সাথেও ভারতের সংস্কৃতির ৫০ ভাগ মিল খুজে পাওয়া যাবে।এখানে ঐ অঞ্ছল ভারতের অংশ কিনা সেটা রাজনৈটিক বিবেচনায় বলা হয়েছে সাংস্কৃতির বিবেচনায় না।আপনি আসাম সহ এই অঞ্ছলের অতীত শাসন দেখুন। http://en.wikipedia.org/wiki/Assam
৩) ভাই আমি জানি না,আমার লেখার ব্যাপারে আপনার আগে কোন ধারনা (মানে আগে কখন পড়েছেন কিনা) আছে কিনা।৭১ নিয়া মমতা আমার চেয়ে কেউ বেশি কইলে আমি মুজিবের সাথেও ঝগড়া করতে রাজি!!!
আমার বিশ্বাস আমাদের স্বাধীনতা ও ULFA এক না সেটা আমাকে ধরিয়ে দিতে হবে না।
৫| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
রজত সরকার বলেছেন: সেভেন সিস্টারস্, সিকিম সিনড্রোম,সম্প্রসারণবাদ----এই সব বিষয় এবং অভিধাগুলো নিয়ে এখানে একটা জনপ্রিয় ব্লগ স্রোত দেখা যায়। এখানে একটা সুবিধা হলো যে যে যার মতো এ সব নিয়ে ভারত বিরোধীতা করে থাকেন। বলা বাহুল্য ভারতবর্ষের ইতিহাস এবং আজকের ভারতের ইতিহাস এ ক্ষেত্রে প্রায় থাকেনা বললেই চলে। ফলে বিরোধীতাটা অনেকটা ব্যক্তিগত আক্রোশের নামান্তর হয়ে যায়। সেটা ছেলেমানুষী বা কখনো কৌতুকের বিষয়ও হয়ে যায়।
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ... যাক এত দিন ভারতের দালাল গালি ছাড়া কপালে কিছুই জুটত না!!!!তাইলে এই চান্সে আমিও বাংলাদেশ প্রেমী(্ভারত বিদ্বষী) হইতে পারলাম
৬| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: Apneto kathai bojen na. ami culture er kotha koichi eita bujaite je vartio samprikttota, apne ki kon je manipur 500 bochor age burma chilo, mane ekhon je rokom size seta???
burma r sathe simanto anchal, etc alada, edik sedik to hoy e.
Kshudiram er kotha loiya ato katha bujanir poro je apne apekshik koilen abong ULFA o 71 er bypare ami jeta koilam seta apne swikar koirao koilen amak dhoriye dite hobe na, advut.
ar sylet niya kiyer modhye ki koilen, sylet pakistane jete chechilo tai amader seta ki ami na korlam niki ?
Ami koichi apner itihas niya, 1826 e o british assam er subdivision chilo, bujlen?
assam soho dekte thaken vai
ulfa re niya UN er report dekhen na, India r home ministry dekhen na
Bangladesh e asrtito ULFA der sathe jogajog korte paren ( eta akhon promanito, cht te arms khalas)
jan apner relativity law mainya e koilam je amar ar apnar medhar relative relation ei rokom je apne amar level er na bodhoy
dukshito
bangla haraf na asar jonny o
১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভাই,আমার মনে হয় আমাদের তর্কের কোন অগ্রগতি নাই!!
আমি কয়ডা প্রশ্ন করি। আমার লেখার যে অংশগুলিতে আপনার আপত্তি ...
১)্তার একটা স্পস্ট ব্যাখা দিছি আগে।যে " আমার লেখাতে চুক্তি দি্যেআসাম যুক্ত হয়েছে সেটা বলেছি,যার লিঙ্ক লেখাতেই আসে।"
তাই এই তর্কের ওখানেই সমাপ্তি।
২)ulfa: আমার লেখাটি সেভেন সিস্টার কি তা নিয়ে,তাতে প্রাসঙ্গিক ভাবে ulfa এসেছে। এটিকে ভারত ও অনেক দেশে সন্ত্রাসী সংঘটন হিসাবে চিহ্নিত করে।সেটা আমিও জনি।কিন্তু সংঘটন টি নিজেরা সেটি প্রত্যাখ্যান করে ।আর শ্রীলংকার এলটিটি কেও কেউ সন্ত্রাসী কেউ স্বাধীনতা কামী সংঘটন বলে।এটা নিয়ে তর্কের কিছু নাই।যার যার অবস্থানে বিশেষন আলাদা।wiki তেও তাদের ব্যাপারে কইছে The United Liberation Front of Asom is a separatist group from Assam,[1] among many other such groups in North-East India. It seeks to establish a sovereign Assam via an armed struggle in the Assam Conflict. The Government of India had banned the organization in 1990 and classifies it as a terrorist group
তর্ক টা এখানে আর বাকি রইল কই???
আর সিলেটের কথা এই জন্য কইছি আপনি কইছেন "করিমগঞ্জ, শিলচর, এইগুলিও আসামের এবং তা ছিল সিলেট জেলার অংশ। "
আমি সে জন্য সিলেটের কথা কইছি।দেশ ভাগের সময় মুস্লিম অধ্যুসিত আসামের কিছু অংশ সহ পাকিস্তানের সাথে যুক্ত হয়।
In 1947, Assam including present Arunachal Pradesh, Nagaland, Mizoram, Meghalaya became a state of the Union of India (princely states, Manipur and Tripura became Group C provinces) and a district of Assam, Sylhet chose to join Pakistan.
(সুত্র wiki)
আমার মনে হয়,গ্লাস ১/২ খালি।হাফ ভরা মার্কা তর্ক করে আর টাইম কিলের মানে হয় না।
৭| ১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
বৃষ্টি বালক বলেছেন: +++++++++++++++++++++ ধন্যবাদ ভাই
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ধন্যবাদ
৮| ১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
বৃষ্টি বালক বলেছেন: লেখক বলেছেন: ... যাক এত দিন ভারতের দালাল গালি ছাড়া কপালে কিছুই জুটত না!!!!তাইলে এই চান্সে আমিও বাংলাদেশ প্রেমী(্ভারত বিদ্বষী) হইতে পারলাম ;
হাহাহাহাহাহাহা
২১ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৯
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
৯| ১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
কিরিটি রায় বলেছেন: আমার মনে হয়,গ্লাস ১/২ খালি।হাফ ভরা মার্কা তর্ক করে আর টাইম কিলের মানে হয় না।
দারুন।
কিন্তু
চোরা না শুনে ধর্মের বানী
-----------------
তার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার প্রশ্ন।
এই ব্যাপরটাই বুঝেও না বোঝার ভান ধরে আছে সেই স্বর্থবাদী গ্রুপটি। যা সামগ্রীকতায় বাংলাদেশের জন্য ক্ষতি বৈ কোন লাভ বয়ে আনবে না।
ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমি আপনার কথার এঙ্গেলটা ধরতে পারিনি!!!
১০| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
প্রক্সিনিক বলেছেন:
ইতিহাস কাঁদে বসে কাঠাল গাছের নীচে
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: খাইচে!!!
১১| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩
অপ্সরা বলেছেন: Click This Link
এটা একটু দেখো ভাইয়া।
১২| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ৮:৪৫
অপ্সরা বলেছেন: পিঠের ব্যথা ভালো হয়েছে ভাইয়া???
আমার বাড়ী এসো একটু।
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আপু...............।। কেমন আছো?হুম আস্তেছি
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৩
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++
Bangladesh travel information
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:০০
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আপনের কিছু ভুল আছে বোঝাবুঝিতে।
করিমগঞ্জ, শিলচর, এইগুলিও আসামের এবং তা ছিল সিলেট জেলার অংশ।
ত্রিপুরার সাথে ঐ চুক্তির কোনও সম্পর্ক নাই, নাই মিজোরাম কিংবা নাগাল্যান্ড কিংবা মেঘালয়ের সর্বাংশের।
_____________________
'আমরা যে United Liberation Front of Assam,বা ULFA এর নাম শুনি এটি মুলত বিপ্লবী পলিটিক্যাল অর্গানাইজেশন।" ভুল। এটি একটি বিচ্ছিন্নতা কামী সন্ত্রাসী সংগঠন। যা আগে ভুটানে ঘাঁটি গেড়ে ছিল মূলত, তাড়ানি খেয়ে বাংলাদেশে আশ্রয় পায়।
বাংলাদেশে লিংক আগেও ছিল।
___________________________________
"আর তাই স্বাধীনতার জন্য উন্মুখ এই অঞ্চলের বিদ্রোহ ঠেকাতে কড়া নজর রাখতে হয় ভারতের কেন্দ্রকে।সিলিগুরি কোরিডোরে তাই ভারতিয় সেনা বাহীনি সমসময় সমতর্কাবস্থায় থাকে।"
এই অঞ্চল স্বাধীনতার জন্য উন্মুখ, হাইপোথেসিস টা বোধহয় আপনি জেনেছেন সেই সব শরনার্থীদের থেকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এই অঞ্চলে ( ত্রিপুরায়) এক দশকের বেশী কাটিয়েছে।