নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিস্‌ক্লেইমা : নাস্তিকতার প্রচার বা প্রসার নয় বরং মুক্তচিন্তার প্রসার ঘটানোই আলোচনার উদ্দেশ্য।

নাস্তিকতার প্রচার বা প্রসার নয় বরং মুক্তচিন্তার প্রসার ঘটানোই আলোচনার উদ্দেশ্য ঃ[email protected]

ক্যাচাল

[email protected] এটা অধমের ই-মেইল আইডি।

ক্যাচাল › বিস্তারিত পোস্টঃ

আল-কোরআনের ভালো আয়াত সমূহ: পর্ব-২ ///কুরআনের আয়াতের আলোকে আত্মসমালোচনা

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

পড়ুন ২য় পর্ব, দেখুন যারা মুখে বড়ো বড়ো কথা বলে তারা ঐসব আয়াতের কয়টা পালন করে।



হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না| সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী| আল্লাহ্কে ভয় কর| তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ্ সে বিষয়ে খুব জ্ঞাত| ৫-৮



এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে| এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে| তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন| বস্তুত: এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে| ৫-৩২



তোমাদের বন্ধু তো আল্লাহ্ তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র| ৫-৫৫



আল্লাহ্ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ| অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক| অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে| যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে| এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে| তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ্ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর| ৫-৮৯



আপনি বলুন: এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন| তাএই যে, আল্লাহ্র সাথে কোন কিছুকে অংশীদার করো না, পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ্ হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে| তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ| ৫-১৫১





এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়:প্রাপ্ত না হয়| ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে| আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না| যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়| আল্লাহ্র অঙ্গীকার পূর্ণ কর| ৬-১৫২



এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু কর: গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু’ সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না| ৬-১৫৬



আর পৃথিবীতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও| আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি| আল্লাহ্ তায়ালা বললেন, আমার আযাব তারই উপর পরিব্যাপ্ত| সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়তসমুহের উপর বিশ্বাস স্খাপন করে| ৭-১৫৬



আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক| ৭-১৯৯



আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তুমিও সে দিকেই আগ্রহী হও এবং আল্লাহ্র উপর ভরসা কর| নি:সন্দেহে তিনি শ্রবণকারী; পরিজ্ঞাত| ৮-৬১



নি:সন্দেহে তারাই আল্লাহ্র মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় করে যাকাত; আল্লাহ্ ব্যতীত আর কাউকে ভয় করে না| অতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে| ৯-১৮



আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক| তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে| নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ্ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে| এদেরই উপর আল্লাহ্ তা’আলা দয়া করবেন| নিশ্চয়ই আল্লাহ্ পরাক্রমশীল, সুকৌশলী| ৯-৭১



আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ কর ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না| ১১-৮৫



আল্লাহ্ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্নীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন| তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা সরণ রাখ| ১৬-৯০

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-১

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯

ক্যাচাল বলেছেন: আল-কোরআনে মাইনাস মারল কেডায়?

২| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০

মদনবাবু বলেছেন: আবারো অনেক ধন্যবাদ। আল কোরআন কে এভাবে সহজ ও সাবলীল ভাবে উপস্থাপনের জন্য।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৩

ক্যাচাল বলেছেন: দেখুন যারা মুখে বড়ো বড়ো কথা বলে তারা ঐসব আয়াতের কয়টা পালন করে। যদি পালন না করে , তবে তাদের মুখে থুথু মারুন।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮

মদনবাবু বলেছেন: আমার আল্লাহ তাদের কে বুঝাবেন একদিন । এটাই প্রত্যাশা ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০

প্রশ্নোত্তর বলেছেন:

"যারা মুখে বড়ো বড়ো কথা বলে তারা ঐসব আয়াতের কয়টা পালন করে। যদি পালন না করে , তবে তাদের মুখে থুথু মারুন।"


৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০

প্রশ্নোত্তর বলেছেন:

তুমি তো মিয়া বই চাগোলের ভাত মারবা!

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২

ক্যাচাল বলেছেন: আর বেশি না, মাত্র দুই পর্ব।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬

কোবরা বলেছেন: ক্যাচাল আসলেই একটা কামের মানুষ,চালাইয়া যাও

এ +

৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৪

প্রশ্নোত্তর বলেছেন:

হের পরে দিও খারাপ আয়াত।
(তয় শতানের আয়াত দেওনের আগে এট্ট বুইঝা শুইঝা)

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮

ক্যাচাল বলেছেন: সেটানিক নিয়া পড়ালেখা করতাছি! ঐ টা দিলে ব্যান খাইতে পারি, তাই ব্যাপক পড়ালেখা না কইরা দিমু না!

১০ টা বই অরডার দিছি, এর মধ্যে '' THE SATANIC VERSES'' by Rushdi ও আছে, আশা করি ৫-৬ দিনের মধ্যে ডেলিভারী পাইয়া যাইমু।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮

মদনবাবু বলেছেন: ক্যাচাল ভাই । একটু কষ্ট করে বেহেশ্ট আর দুযোখের ভালো কিছু বনর্ণা পান কিনা দেখেন তো।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

মদনবাবু বলেছেন: বই পাগোলের হরর স্টোরি য়ার ভাল্লাগে না।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১

প্রশ্নোত্তর বলেছেন:

মদনবাবু,

আমার মনে হয় বেহশ্ত দোজখের বর্ণনা পাইতে হইলে গ্রীক পুরান ইজ বেস্ট, অ্যান্ড শুড বে রীড ফার্স্ট। তাইলে কুরানের বেহেশ্ত-দোজখের বর্ণনা পড়তে ভালা লাগবো।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪

মদনবাবু বলেছেন: কোবরা বলেছেন: ক্যাচাল আসলেই একটা কামের মানুষ

৫০০ ভাগ ঠিক।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

ক্যাচাল বলেছেন: ভেরী গুড নিউজ, এই মাত্র ''The Satanic Verses by Rushdi'' বইখানি Received করলাম!

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

লাইটহাউজ বলেছেন: মদনবাবু বলেছেন: বই পাগোলের হরর স্টোরি য়ার ভাল্লাগে না।

ক্যাচাল চালিয়ে যান।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

মদনবাবু বলেছেন: গ্রীক পুরানের বেহশ্ত দোজখে ত মর্তের মানুষ ভিজিটে যাইতে পারতো। কোরআনে এই ভিসা ক্যানসেল করে দিসে ।

এটা অন্যায়।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩১

প্রশ্নোত্তর বলেছেন:

আহা, এর মাঝে হাজার বছর গেছেগা। তো শিস্টম তো এট্ট চেইঞ্জ হউবোই।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩১

মদনবাবু বলেছেন: বাতিঘর কী খুচা দিলেন আমারে?

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২

ক্যাচাল বলেছেন: নিজেদের মধ্যে খুচাকুচু কইরেন না রে ভাই , প্লীজ!

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩

প্রশ্নোত্তর বলেছেন:

হা হা হা হা...

"দারা পুত্র পরিবার
আমি কার কে আমার"

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫

দৃষ্টির ছায়া বলেছেন: ক্যাচাল ভাই, শিরোনামটা পরিবর্তন করে দিন দয়া করে। কোরআনের সকল আয়াতই ভালো, তাই আপনি যদি বলেন যে, "ভালো আয়াতগুলো..." তাহলে এর বিপরীতে আরেকটি অর্থ দাঁড়ায়। তা হলো কোরআনে বোধ হয় মন্দ আয়াতও আছে (নাউযুবিল্লাহ্-আল্লাহর পবিত্র বাণী নিয়ে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ থেকে আমরা তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করছি।)

আপনি অবশ্যই ভাল নিয়তেই এই ধারাবাহিকের শুরু করেছেন, তাই এটুকু খুঁত রাখবেন না প্লিজ।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮

ক্যাচাল বলেছেন: আপনে বলে দিন কি লিখবো প্লীঈজ-------

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯

প্রশ্নোত্তর বলেছেন:

দৃষ্টির ছায়া বলেছেন: ক্যাচাল ভাই, শিরোনামটা পরিবর্তন করে দিন দয়া করে। কোরআনের সকল আয়াতই ভালো, তাই আপনি যদি বলেন যে, "ভালো আয়াতগুলো..." তাহলে এর বিপরীতে আরেকটি অর্থ দাঁড়ায়। তা হলো কোরআনে বোধ হয় মন্দ আয়াতও আছে (নাউযুবিল্লাহ্-আল্লাহর পবিত্র বাণী নিয়ে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ থেকে আমরা তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করছি।)



পবিত্র বানী ণীয়ে এমোণ ধৃষ্টতাপূর্ণ আছরণেড় তেব্রো পেরতিবাদ।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮

ক্যাচাল বলেছেন:

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০

ক্যাচাল বলেছেন: আরে আমার এই কমেন্ট টা গেল কই?

২১| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮

প্রশ্নোত্তর বলেছেন:

ফাও?

২২| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০

দৃষ্টির ছায়া বলেছেন: ক্যাচাল ভাই, আপনার পোষ্টের ভাবধারায় যা বুঝলাম তাতে মনে হলো আপনি মুসলমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চান যে, কুরআনের এই এই আয়াতের দৃষ্টিতে তারা কি সত্যিকার অর্থে সেসব সৎকাজ পালন করেন কি না, তাই না? অর্থাৎ, এই ধারাবাহিকতাটা পবিত্র কুরআনের আলোক আত্মসমালোচনামূলক পোষ্ট। ঠিক বলেছি?

যদি বলে থাকি এবং আমার বুঝ ঠিক হয়ে থাকে তো এই শিরোনাম দিতে পারেন-
"কুরআনের আয়াতের আলোকে আত্মসমালোচনা"

কিন্তু আপনি আরো লিখেছেন শুরুতেই যে, "যারা মুখে বড়ো বড়ো কথা বলে তারা ঐসব আয়াতের কয়টা পালন করে। যদি পালন না করে , তবে তাদের মুখে থুথু মারুন।"
দেখুন- আপনার-আমার কিংবা আপনি যাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করছেন, সবারই উচিত কুরআনের আপনার চয়নকৃত আয়াতগুলোর বিধিবিধান মেনে চলা। কেউ এই আয়াতগুলোর আলোকে মানুষকে দাওয়াত দিলে সেটা তার অতিরিক্ত পাওনা হিসেবে ধার্য্য হবে। কিন্তু পালনের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয় যে, বললে কিংবা দাওয়াত দিলেই তা পালন করতে হবে; বরং ব্যাপার হলো মুসলমান মাত্রেরই এসব বিধি বিধান পালনীয়।

অতএব, আশা করবো শিরোনাম পরিবর্তনের সাথে সাথে নিজের আত্মসমালোচনাটাই প্রথম করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন "থুথু মারা"র কথা পোষ্টে দেয়া কি শোভন হবে?

ধন্যবাদ আপনাকে।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬

ক্যাচাল বলেছেন:

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০১

ক্যাচাল বলেছেন: পরিবরতন করলাম।

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২

প্রশ্নোত্তর বলেছেন:



পবিত্র বানী ণীয়ে এমোণ ধৃষ্টতাপূর্ণ আছরণেড় তেব্রো পেরতিবাদ।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৪

দৃষ্টির ছায়া বলেছেন: ক্যাচাল ভাই, আপত্তিটা তো ছিল "ভালো" শব্দটা ব্যবহার নিয়ে। সেটি তো রয়ে গেছে এখনো।

সেটি উঠিয়ে দিন দয়া করে, দেখবেন খুব সুন্দর ও অর্থবহ শিরোনাম হবে।

আর "থুথু মারা"র প্রসঙ্গটা না উঠিয়ে দিলে সাধারণ পাঠক নিশ্চিত ধরে নেবে যে, আপনি আল-কুরআনের শিক্ষাকে উচ্চকিত করে তার আলোকে আত্মসমালোচনা করার জন্য পোষ্ট দেননি; বরং কারুর প্রতি বিদ্বেষান্ধত্বে প্রভাবিত আপনার এই প্রচেষ্টা।

আমি কি বুঝাতে পেরেছি?

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৮

ক্যাচাল বলেছেন: ভালো কে ভালোই বলতে হবে। দরকার হলে থুথু উঠিয়ে দেব।

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৫

পথহারা বলেছেন: ক্যাচাল,

আমার লেকা বৈ দুইটা পৈরো............

১. 'সুস্বাদু খাবার কেমতে হাগু হৈয়া বাইর হয়'......
২. 'সমস্ত শরীর থুইয়া আমরা কেন কেবল শুধু পশ্চাতদেশের ছিদ্র খুইজা বেড়াই'...

প্রতিটা মাত্র ৬০$......ইউলি..থিকা বাইর হৈচে.......

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২১

ক্যাচাল বলেছেন: ঠিক আছে রে ভাই!

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯

দৃষ্টির ছায়া বলেছেন: ক্যাচাল ভাই, আমার প্রথম মন্তব্যটা আরেকবার পড়ৃন প্লিজ। কুরআনের সকল আয়াতই ভাল। যদি নির্দিষ্ট করে দেন যে, অমুক অমুক আয়াত ভাল, তাহলে অর্থ দাঁড়ায় যে, কিছু আয়াত মন্দও বুঝি আছে।

অথচ এগুলো সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলার বাণী। এখানে কেবলমাত্র ভালই থাকতে পারে, মন্দ থাকার কোন সুযোগ নেই এই কুরআনে।

তাই যদি "ভাল" শব্দটি না উঠিয়ে দেন, তবে "মন্দ আয়াতও থাকতে পারে" এমন একটা অর্থ থেকেই যায়। পরিণামে মহান সর্বোচ্চ সম্মানিত আল্লাহর প্রতি মন্দ কথা বলার দোষারোপ হয়ে যাবার সমূহ আশংকা থেকে যায়। তাই আপনর মঙ্গল কামনা করেই বলছি-
"ভাল" শব্দটি শুধু উঠিয়ে দিন, দেখবেন খুব সুন্দর শিরোনাম হবে।

আর "থুথু"র প্রসংগ তুলে দিলে আপনার পোষ্টের মূল্যায়ণ হবে পাঠকের নিকট; এটা আশা করছি পরিস্কার হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৫

ক্যাচাল বলেছেন: থুথু তো উডাইছি!

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২

মদনবাবু বলেছেন: পাবলিক কী খালী টাইটেলই পড়ে? না ভিতরের সার ও পড়ে ?

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৩

ক্যাচাল বলেছেন: Good question!

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৭

উন্মনা রহমান বলেছেন: ক্যাচাল লাগাইতে এ্যাত্ত কষ্ট! ১০ টা বই অর্ডার দিয়া কিন্যা পড়তি হবি?

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৮

ক্যাচাল বলেছেন: আল-কোরআন বলেছেন, পড় তোমার প্রভুর নামে!

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০

প্রশ্নোত্তর বলেছেন:

পড় তোমার প্রভুর নামে!


জাঝা!

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১১

ক্যাচাল বলেছেন: জাঝা টা কি জিনিস!

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২

প্রশ্নোত্তর বলেছেন:

কারো কাছেঃ হাসফাস
কারো কাছেঃ টাশটাশ

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫১

মদনবাবু বলেছেন: ভাগ্য এখন কত্ত ভালো । পড়ার জন্য এখন আর চীন দেশে দৌড়াইতে হয় না । আমাজন রে কইলেই তারা পড়াইয়া দিয়া যায়।

আল্লাহ্‌র কী অসীম কুদরত ।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২

ক্যাচাল বলেছেন: আমাজান জিন্দাবাদ, --------- মুড়ডাভাদ!

৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩১

শমশের আলম শোভন বলেছেন: কোরানের আয়াতরে মাইনাস দিছিল সেই কাফেরটা ক্যাডা, বাইর করতে পারছিলেন?

২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৩

ক্যাচাল বলেছেন: না তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.