নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো পরিবর্তন হওয়ার আগেই পরিবর্তিত,তুমি কি?

আশরাফুল নবী ওসমানী

খুব সাধারণ ভাবে অসাধারণ কিছু করার চেষ্টা করি।

আশরাফুল নবী ওসমানী › বিস্তারিত পোস্টঃ

নৌবিহার এর নামে যেভাবে হচ্ছে দেহ ব্যাবসা।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

নদী ভ্রমণ চিরায়ত বাংলার ঐতিহ্য। নদীতে ঘুরে বেরাতে কার না ভাল লাগে।যদিও কালের বিবর্তনে অনেক নদী মারা গেছে তাও ভ্রমণ পিপাসু মানুষের কাছে নদী ভ্রমণ এর নেশা এতটুকুও কমে নাই।প্রতি বছর বিভিন্ন যায়গা থেকে আগে যেমন ছিলেট যাওয়ার জন্য বাস ছাড়ত, এখন বড় বড় শিপ ভাড়া করা হয় নদি ভ্রমণ করার জন্য।সুরমা-৭ অথবা সুন্দরবন -২ নামের এক একটি জাহাজ এক দিন এর জন্য ভাড়া করতে গুনতে হয় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা।মাস ব্যাপি চলে বিজ্ঞাপন,থাকে কুপন আর কুইজ এর ব্যবস্থা। এক বন্ধুর পাল্লায় পরে একবার আমিও গেলাম নৌ বিহারে।রাত আট টায় নারায়ণগঞ্জ লঞ্জ টার্মিনাল থেকে জাহাজ রওনা দিল চাঁদপুর এর ঊদ্দেশে।চার তলা জাহাজের নিচ তলাতে বসেছে খাবার আর জুয়ার আড্ডা,দ্বিতীয় তলাতে ডি জে পার্টি, গান আর নাচে একাকার,তৃতিয় চতুর্থ তলাতে চলছে কেবিন এর ভিতর ইয়াবা সহ সব ধরনের নেশা আর মেয়েদের নিয়া লিলা খেলা। রাত যত বাড়ে ডি জে গান রুপ নিতে থাকে ছেলে মেয়ে দের অঙ্গ খেলায়। ভুল ক্রমে অনেক ভাল পরিবার স্বপরিবারে আশে আর খুব সম্ভবত তারাই বেশি বিপদে থাকে।মাঝ রাতে ফায়ার ওয়ার্কস করা হয়। ধুয়ার গন্ধে টিকে থাকা দায়।ক্ষমতাশীল লোকেরা এমন নৌ বিহার এর আয়োজন করে বলে কথা বলার কেও নেই। খুব সাবধান ভাই বান্ধুরা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: দারুন কথা বলেছেন

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আনু মোল্লাহ বলেছেন: সাবধান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.