নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো পরিবর্তন হওয়ার আগেই পরিবর্তিত,তুমি কি?

আশরাফুল নবী ওসমানী

খুব সাধারণ ভাবে অসাধারণ কিছু করার চেষ্টা করি।

আশরাফুল নবী ওসমানী › বিস্তারিত পোস্টঃ

সাদা মনের মানুষ বলতে আমি ড. জসিম স্যার কেই চিনি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

সাদা মন নিয়াই ধরিত্রীতে আসি আমরা সবাই,তবে পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক সময় সাদা থাকতে দেয় না। এমন অনেক সাহসী ব্যক্তি আছেন যারা শেষ বয়সে সাদার তকমাটা হারিয়েছেন পরিস্থিতির কবলে পরে।তবে আজ যার কথা বলব তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন মানুষ নারায়ণগঞ্জ এর একজন সাদামাটা ডাক্তার যিনি ঢাকা মেডিকেল এর শিশু বিভাগ এর প্রধান ছিলেন তিনি হলেন ড. জসিম।নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া গ্রামে তার জন্ম। ডাক্তারি পেশার স্বর্ণ শিখরে থেকেও গ্রামের কথা ভুলেন নাই।কলাগাছিয়া বাজারে তার ভাই এর ডিসপেনসারিতে ১০ টাকা ভিজেট এ রুগি দেখেন যেখানে অন্যরা তখন ১৫০ টাকা নিত। এখন তিনি নিচ্ছেন ১০০ টাকা আর তার থেকে সবদিক দিয়ে জুনিয়ার ডাক্তাররা নিচ্ছেন ৫০০ বা তার ও বেশি।সপ্তাহে এত ব্যস্ততার মাঝেও ঘারমোড়া তার পাশের গ্রাম সেখানে বসেন সপ্তাহে ৩ দিন।কত গরিব মানুষ কে যে বিনামুল্যে দেখেছেন তার অন্ত নাই।গ্রামের সাধারণ মানুষ এর কাছেও তার ফোন নাম্বার আছে।ফোন করলেই রিসিভ করে চিকিৎসা দেয়ার চেস্টা করে।এতটুকু বিরক্ত নাই। ডাক্তারি পেশার উচ্চ আসনে বসেও সাদামাটা জীবন ওনার।পরনে একদম সাধারণ শার্ট,প্যান্ট আর ছেন্ডেল।কেও দেখলে বলবে না সে যে এত বড় ডাক্তার। ঘুষ খাওয়া বা দেওয়া কোনাটাই পচ্ছন্দ করতেন না আর তাইত ঢাকা মেডিকেল এর শিশুবিভাগ এর পথ ছারতে হয় তার কারন দুর্নীতি যে রন্দ্রে রন্দ্রে বাসা বেধেছে। জীবনের শেষ পর্যায় এসেও ক্লান্তি নাই এখনো দিব্বি কাজ করে যাচ্ছেন মানুষ এর জন্য।এমন ডাক্তারেরা সংবাদপত্র বা টেলি ডাক্তার এর হেডলাইন হওয়া পছন্দ করে না,কারন তারাত দাপায় বেরায় মানুষের মনে,গরীব মায়ের মোনাজাতে।স্যার বেচে থাকেন আরো অনেকটা বছর এই দুয়াই করি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

চেঙ্গিস খা বলেছেন: এই রকম ভাল মানুষ আজকাল খুঁজে পাওয়া দায় :(

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: এমন কিছু সাদা মনের মানুষ খুব দরকার আমাদের দেশে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

আশরাফুল নবী ওসমানী বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.