| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তবাবা
সে ডাকে আমাকে ... টিপ পড়ে ....
স্বাধিনতার পর তাজউদ্দিন-ড.কামালদের হঠাত দেওয়া ধর্মনিরপেক্ষতা নামক আশ্চর্য জিনিষ, বামদের মৌলবাদ, চরমবাদ/চরম্পন্থা মনোভাব ইসলামী জাগরনের প্রেক্ষাপট তৈরী করছে। গুটীকয়েক বাম তাদের ধারণাকে জোর করে চাপিয়ে দিয়ে আসছিল বাংলাদেশের শুরু থেকেই। তার প্রেক্ষিতে একটা পাল্টা জাগরণ অবশ্যম্ভাবি ছিল। সেটারি বিস্ফোরন ঘটল শাপলা চত্বরে। দেশকে চরমবাদ/চরম্পন্থা(extremism) থেকে বের করতে হলে এখনি বাম মৌলবাদ,চরমপন্থা,জোর করে চাপিয়ে দেওয়া তাদফের নিজস্ব ধারণা(যা সবার বলে মিডিয়াতে তারা গিলাতে চায়) থেকে মুক্ত করতে হবে। এটা না হলে পালটা জাগরনও বন্ধ হবেনা। যেহেতু দেশের ৯০% জনগন মুসলিম, তাই পালটা জাগরন হবে অনেক শক্তিশালি, সেটা শাসন ক্ষমতার ধারাটাকেই পরিবর্তন করে দিতে পারে। তাই দেশে গণতন্ত্রের স্বার্থে সময় এসেছে বামদের জোর করে চাপিয়ে দেওয়া মতবাদ/চরমপন্থা কে গণতন্ত্রের ধারায় নিয়ে আসার। না হলে তার পালটা জাগরন ঘটবেই। কারন প্রত্যেক ক্রিয়ার একটী বিপরীত প্রতিক্রিয়া হবেই, সেটা সমান না হয়ে আরও বড়ো আকারে হতে পারে।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
আস্তবাবা বলেছেন: মৌলবাদ তো খারাপ না। চরম্পন্থা খারাপ।
বাম মৌলবাদ বাংলাদেশে কালচারের সাথে যায়না। দিনের পর দিন এদের প্রপাগান্ডাই ইসলামি জাগরনের কারন। কারন বামরা দেশে সব চেয়ে বড়ো সুবিধাবাদি। তারা মিডিয়া, ভার্সিটি সব কিছুতেই চালকে আসনে
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
নীলচাষী বলেছেন: এই দুই পন্থার মধ্যে আমি কই? নিজেরে খুজে পাচ্ছি না কেনু? এক পক্ষ দেশ নিয়া ভাগছে আরেক পক্ষ ধর্ম নিয়া উধাও, আমার ভাগ কই তাহাদের দিয়া যাইতে বলেন। দেশ এবং ধর্ম দুইটার সমান অংশীদার আমি।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
আস্তবাবা বলেছেন: আপনি মধ্য খানে আছেন।
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
একজন পথশিশু বলেছেন: Amra j gonotontrer chorcha kori ta ki islam somorthito? 'jonogoni sokol khomotar odhikari'-eta ekta shirki biswash. Sokol khomotar malik kebol ALLAH ta'ala. Islami rastre Sashok rastro porichalona korben Islami soriah onujai. Aar Islami soriah proyog korle jonogoner odhikar nischit hoy.
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
আস্তবাবা বলেছেন: ইসলামেও সকল মত নিয়ে চলেছিল। খলিফা নির্বাচন কিন্তু একপরকার গণতন্ত্রই ছিল।
আর ইসলামি দিক থেকে এটা সঠিক, সকল ক্ষমতার মালিক জনগন নয়, আল্লাহ তায়ালা। এটা না মানলে ইমান থাকেনা।
৪|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
সরকার৮৪ বলেছেন: এইটা সুশীল গর্দভদের বুঝাবে কে?
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২
আস্তবাবা বলেছেন: সুশীল না বলে তাদের বাম মৌলবাদি বা চরমপন্থি বলুন
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
নেয়ামূল হক বলেছেন: মৌলবাদী আস্তিক নাস্তিক দুইটার সমান বিপদজ্জনক।