| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তবাবা
সে ডাকে আমাকে ... টিপ পড়ে ....
আজ একটী বই পড়ছিলাম। ঘটনা প্রসঙ্গে সেই বইয়ে আকবরের নাম এসে যায়। তখনি ভাবনায় খেলল আকবর ধর্মনিরপেক্ষতার উদাহরন ছিলেন। এমনি ধর্ম-নিরপেক্ষ ছিলেন যে হিন্দু ভাইদের একাদশি তে উনি মুসলিমদের রুটি বানানো ও খাওয়া বন্ধ করেছিলেন। অবশ্য হিন্দু ভাইরা রমজানে প্রকাশ্যে খেতে পারত, মুসলিম ধারি যারা রো্যা রাখত না তারাও প্রকাশ্যে খেতে পারত।
ধর্ম নিরপেক্ষ ছিলেন তাই উনি অগ্নি-সূর্য রপার্থনা করতেন, তার মহলে মন্দির বানিয়েছিলেন যেহেতু তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন তাই সবাই বাহবা করত।
তার পর খায়েশ হল ধর্মনিরপেক্ষ ধর্ম করতে, তাই এমন খিচুরি বানালেন, যাতে হিন্দু মুসলিম দের আচার গুলোকে গুলিয়ে বানালেন তার ধর্ম। উদ্দেশ্য হিন্দু ভাইদের সমর্থন তার পক্ষে রাখা। সব চেয়ে মজার ব্যাপার হল তার সাথে যোগ দিল কিছু লোভী মোল্লা। ফয়জী ফজল সহ অনেকেই।
তারাও আকবরের ধর্ম প্রচারে লেগে গেল। ততকালে সম্রাটের এই ধর্মের বিরুধীতা করলেন শায়খ মুজাদ্দেদে আল ফেসানী সহ কিছু দ্বীনি আলেম। আকবর সকল আলেমকে নিজের পক্ষে নিতে বিভিন্ন প্রলোভন দিতে লাগল। এতে অনেক আলেমি ই মুরতাদ হয়ে গেল। তারা টাকা-সম্পদের লোভে আকবরের বন্দনা ও তার ধর্মের পক্ষে চলে গেল। এদিকে মুজাদ্দেদে আলফেসানী ও আকবরের ধর্মের বিরুদ্ধে, তার বিধর্মি কাজের বিরুদ্ধে সোচ্চার হন।
আকবর কিন্তু এত ক্ষমতাবান হয়েও তাকে বন্দ্বী করতে সাহস পেল না বা হত্যা করতে সাহস করল না। ঢাকল দরবার। তার অনুসারী কত তা মুজেদ্দেদী কে দেখাতে চাইল। একদিকে আকবরি দরবার অন্য দিকে মুহাম্মদি দরবার। লজ্জ্বাজনক হলেও সত্য আকবরি দরবারি অনেক আলেম যোগ দিল, আকবর অনেক উপঢৌকন দিল, আর মুজেদ্দের সাথে রইলেন ইমানী শক্তি বলিয়ান কিন্তু গরীব সহায়-সম্বলহীন আলেমরা। কিন্তু হঠাত ঝড় এসে আকবরি দরবার ভেঙ্গে দেয়। তার অনেক আলেম সহ সে আহত হয়। অনেকে নিহত হয়। কিন্তু আল্লাহর মহিমা মুজাদ্দে আলফেসানীর মুহাম্মদি দরবারের কিছুই হয়নি। তারপরও আকবরের ধর্ম প্রচার থেমে থাকেনি। রাষ্ট্রের টাকায় মুসলিম নামধারী আলেমদের পরামর্শে তার ধর্ম চলতে থাকে আর চলতে থাকে পরোক্ষ নির্যাতন সত্যিকারের দ্বীনদারের প্রতি।
কিন্তু মজাদ্দেদে তার লক্ষ্যের প্রতি অটল ছিলেন, আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন তাইতো আকবরের মৃত্যুর পর তার মাতাল-পুত্র এক সময় আকবরের মৃত্যুর অনেক পর ইসলামের পথে আসে (এর পুর্বে সে মুজাদ্দেদে আলফেসানীকে বন্ধী করে, যুদ্ধে পরাজিত হয়, তারপর মুজাদ্দেদে তাকে রাজ্য ফিরিয়েদেন, এতে তার রিয়েলাইজেশন হয় ক্ষমা চায় এবং মাফ পায়, সেটা অন্য আলোচনা), মাফ চায় মুজাদ্দেদে আলফেসানীর কাছে, বাইয়াত নেয় তার কাছে। ইসলাম প্রচার এত সহজে হয়নি।অনেক কষ্ট করতে হয়েছিল।
গত কিছুদিন থেকে ধর্মনিরপেক্ষ হাসিনা সরকারের কার্যক্রম , তাদের ইসলাম এর প্রতি বিদ্বেষ, নিজস্ব আলেম(অনেকে লোভে পড়ে) দের নিজস্ব ফতোয়া দেখে অনেকটাই আকবরের সাথেই তুলনা করা যায়। শুধু প্রধানমন্ত্রি নিজে এখনও নতুন ধর্ম ঘোষণা দেননি। কিন্তু আকবরের চেয়ে অনেক বেশী আলেম নির্যাতন করছেন। হত্যা করতেছে তার বাহিনী এবং এটা প্রকাশ্যে।
সাধারণ আলেম সহ ইসলাম প্রিয় মানুষদের প্রতি আহবান, সাময়িক কষ্টে মুষরে পড়বেননা, দুনিয়াবি আলেমদের ফতোয়া দেখে কষ্ট পাবেননা কারন নবিজী ইহকালে থাকতেই মোনাফেক বের হয়েছিল, আজ থেকে কয়েকশ বছর পূর্বে আলেম নামধারী জালেমরা ইসলাম বিদ্বেষীদের পক্ষে গিয়েছিল নিজেদের দুনিয়াবী স্বার্থে। কিন্তু আপনাদের পূর্বসুরিরা ধৈর্য হারা হননি, ইসলামের পথে অটল ছিলেন, কষ্ট স্বীকার করেছেন, আপনাদেরও করতে হবে আরও, তবে বিজয় সুনিশ্চিত ইনশাহ-আল্লাহ। ইতিহাসে ইসলাম প্রিয়দের উপর যত আঘাত এসেছে আর কোন ধর্মে এমন আঘাত আসেনি। কারন মুসলিমদের চিরশত্রু শয়তান অলক্ষ্যে ইসলামবিরুধীদের সব সময় ঐক্য গড়ে দিতে কাজ করেছে। এখনও করছে। আম-বাম-নাস্তিক-চুচীল বাইরের ইসলাম বিরুধী শক্তি এক হয়েছে, তারপরও ইমানদাররা লক্ষ্যে অটল থাকলে ব্জয় আসবে ইনশাহা আল্লাহ।
কোরানের আয়াত আছেঃ
তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।
সূরা আল-ইমরানঃ ১৩৯ (আল-কোরআন)
....এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।
সূরা আল-ইমরানঃ ১৪০ (আল-কোরআন)
সুতরাং আল্লাহ সত্যি,আল্লাহর রসুল সত্য কোরআন সত্য, বিজয় হবেই মোনাফেক সহ ইসলাম বিদ্বেষীদের জন্য থাকবে থু থু।
(গুছিয়ে লিখার সময় পেলাম না, ইলেক্ট্রিসিটী বার বার বিরক্ত করছে, আগামীতে গুছিয়ে পোষ্ট দিব ইনশাহ আল্লাহ)
Click This Link
Click This Link
১৩ ই মে, ২০১৩ রাত ৯:১২
আস্তবাবা বলেছেন: ওরা আলেম ছিলনা ছিলা জালেম
২|
১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
নেয়ামূল হক বলেছেন: তবে আশার কথা সে আমলের তুলনায় এখনকার মুসলমানরা তাদের ঈমানী পরিক্ষায় ভাল করেছে। পুর্নাঙ্গ লেখার আশায় থাকলাম।
১৩ ই মে, ২০১৩ রাত ৯:১২
আস্তবাবা বলেছেন: দেখি সময় পেলে দুই কাহিনী লিখে মিলানোর চেষ্টা করব।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৯
অগ্নি সারথি বলেছেন: আলেম করলে লীলা, হাসিনা করলে নাস্তিক।