নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা আন্দোলনকারীদের নিয়ে কথা বলে প্রধানমন্ত্রি আরেকটি বিতর্কের সৃষ্টি করলেন। এতে একদিকে আওয়ামীলীগের উপর মানুষের যে ক্ষোভ বিদ্যমান ছিল এখন তাকে আরো উস্কে দিল। সিটি নির্বাচনের পর এমনিতেই আওয়ামীলীগের জনপ্রিয়তা আরো নিচে নেমে এসেছে। অথচ এখন তার প্রশমন ঘটানোই ছিল এই দলটির জন্য উপযুক্ত পদক্ষেপ। এর আগে গোলাম আযমের রায়ের মাধ্যমে এই ক্ষোভ আরো ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পায়। এই ক্ষতিটাই দারুণভাবেই কাটিয়ে উঠে আওয়ামীলীগ মুজাহিদের ফাঁসির রায়ের মাধ্যমে। এরপর স্ট্রাইক হাতে নিয়ে খেলা উচিত ছিল আওয়ামীলীগের। কিন্তু প্রধানমন্ত্রির এই বক্তব্যে ব্যাপারটা আরো ঘোলাটে হয়ে গেল। তাই প্রশ্ন আসে আওয়ামীলীগ কি আত্ম দংশনে মেতে উঠেছে? বিনা লড়াইয়ে গোলপোষ্ট ছেড়ে দিয়েছে? ক্ষমতায় তো আসছিই না, তাই যা করার এই কদিনের মধ্যেই করে যাই নীতিকে গ্রহণ করেছে? রাজ্য যখন শত্রু দখল করবেই তখন রাজভা-ার উজার করে দেই। তাই বলা যায় সম্ভবত: আওয়ামীলীগ ‘যা করার’ তা অতিদ্রুত করে দিয়ে আপন ক্রোধ চরিতার্থ করে গোলমাল লাগিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে। অনেকটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করার মত।
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
উড়োজাহাজ বলেছেন: ভায়া, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। আমাকে বলে লাভ নেই। আমরা খামা খা শিতকার করি। প্রধানমন্ত্রী ব্লগ পড়েন না।
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যে যায় লঙ্কায় সেই হয় রাবন। ক্ষমতা পাওয়া আর ক্ষমতা হারানোর ভয় পাওয়া দুই ক্ষেত্রেই সাধারনত মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, আলীগও তার বাইরে না।
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪
উড়োজাহাজ বলেছেন: হুম কঠিন সত্য বলেছেন। বাংলাদেশের রাজনীতির জন্য এটাই বাস্তব। আত্মিক শুন্যতা এবং সিস্টেমের তাবেদারী করতে গিয়ে সবাইকেই রাবণ হতে হয়।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
সৌমিক জামান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রলীগ এর ছেলেরাও কি চাকরি পাবে না? এরাতো দেশ ও জনগনের সেবায়(!!!!) অত্রিন্দ্র ভাবে নিয়োজিত। মাঝ রাতেও রাস্তায় পাওয়া যায় তাদের,জনগনের সেবা করার জন্য। কেন তাদের বাইরে রাখবেন বলেন? কোন বিশ্ববিদ্যালয়ের মারামারিতে এরা তো থাকেনা, টেন্ডার বাজি করে না, হত্যা, গুম করে না। এমন কি তারা চাঁদাবাজিও করে না!!!কত্ত ভালো আপনার সোনার ছেলেরা!!!