নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া কাথায় কোটি টাকার স্বপ্ন

ভবিষ্যত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার

এলোমেলো অতনু

What if we choose to live in a reality of our own making

এলোমেলো অতনু › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই ড্রাইভিং এক্সপার্টস এবং আইনের রক্ষক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মিরপুর ১ এ দেখলাম এক bus driver কে বাসের ভেতর লোক পিটাচ্ছে। মাথা ফেটে রক্ত ঝড়তেছিল। সিট থেকে উঠতে পারেনি, ওই অবস্থায় মানুষ মারতেছে। এদিকে traffic police লাঠি দিয়ে ইশারা দিচ্ছে নিচে নামতে। মানুষকে থামানোর খুব চেষ্টা তারা করেনি।

কারন জানতে পারিনি। আমার bus দ্রুতই ওখান থেকে চলে আসছে। ধরে নেই কাউকে ধাক্কা দিয়েছে। দোষ কি শুধুই driver এর থাকে? New market এর পাশে পর পর ৩ টা over bridge. মানুষের কাছে ওগুলা সমুদ্রের মত। ওগুলাতে ওঠা আর সমুদ্র পাড়ি দেওয়া তাদের কাছে একই ব্যাপার। এইরকম একটা dangerous মোড়ে ঠেলে, হাত জাগিয়ে, দৌড়ায় রাস্তা পার হয়। আমিও হই। সমুদ্র পাড়ি কে দেয়। এগুলারে চাপা দিলে driver এর কি দোষ !!

তাছাড়া একটু slow চালালে driver কে গালি। জ্যামে পড়লে যাত্রী সব driver থেকেও expert হয়ে যায়। Driver কে instruction দেয়। বামে চাপায় দে বামে ........

যেখান সেখান থেকে লোক উঠালে চেচায়। কিন্তু নিজে কি stoppage থেকে ওঠে ?? যে চেচাচ্ছে সে নিজেও ওই কাজই করেছে।
আজ একজন ৫ টাকা দিয়েছে, helper ৮ টাকা ভাড়া জানাল। তাকে ঘুষি মারতে গেল লোকটা।

কিন্তু শেষ কথা সব driver helper দের দোষ ..................... After all জনতা is always right !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

মোঃ আলামিন বলেছেন: এই বিষয়ে আমারও একটা অভিজ্ঞতা শেয়ার করবো ঢাকায় আসার পর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.