![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
ভালোবাসা মানে কিশলয়ের মাঝে সবুজের স্নিগ্ধতা
ভালোবাসা মানে সুতো দিয়ে গাথা দুমনের হৃদ্যতা
ভালোবাসা মানে স্রোতহীন নদীর তীর ভাঙ্গা সম ঢেউ
ভালোবাসা মানে নিস্ব জীবনের অতি পরিচিত কেউ
ভালোবাসা মানে ডানাহীন মন স্বপ্নাকাশে উড়া
ভালোবাসা মানে স্বর্গীয় কোন পুষ্প কাননে ঘোরা
ভালোবাসা মানে শান্ত মনের সিমাহীন ব্যাকুলতা
ভালোবাসা মানে উল্যসিত মনরে চরম আকুলতা
ভালোবাসা মানে ঘুমের গভীরে হঠাৎ স্বপ্ন দেখা
ভালোবাসা মানে মেঘলাকাশে রংধনু সাত রেখা
ভালোবাসা মানে এক দেহেতে দুই হৃদয়ের বাস
ভালোবাসা মানে সাজ প্রভাতে শিশির ভেজা ঘাস
ভালোবাসা মানে নির্জনে থেকেও লোকালয়ের মত সুখ
ভালোবাসা মানে একটু না পাওয়া চিরজীবনের দুঃখ
ভালোবাসা মানে চোখের পলকে শত শত কথা বলা
ভালোবাসা মানে উলট পালট ভাবনাতে পথ চলা
ভালোবাসা মানে মেঘের আড়ালে হঠাৎ সূয্যের হাসি
ভালোবাসা মানে হৃদয় গভীরে নিথর সুরের বাশি
ভালোবাসা মানে অল্প সুখেও পাহার সম সুখ
ভালোবাসা মানে অল্প দুঃখে অশ্রু ভেজা মুখ
ভালোবাসা মানে সিমাহীন এক আবেগের পথ চলা
ভালোবাসা মানে অনেক বলেও শেষ হবেনা বলা ।
©somewhere in net ltd.