![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
লিখেছি অনেক ছন্দ কথন
আবেগ তাড়িত হয়ে
বলেছি অনেক প্রেমের বচন
প্রেয়সী তোমায় নিয়ে
দেখেছি অনেক রাত্রী স্বপন
কল্প মনের ছলে
করেছি অনেক দূর আলাপন
ক্ষুদে বার্তায় কলে
দিয়েছি অনেক প্রেমের কবিতা
মনের ভাবনা একে
চেয়েছি কিছু আদর মমতা
বেলা অবেলায় ডেকে
চলে যাব হায় দূর অজানায়
হারিয়ে অচিন পুরে
প্রেম পুস্পের বাগ রচনায়
পাবেনা জগত জুড়ে
আমার হৃদয়ে তুমি আছ জানি
তোমার হৃদয়ে আমি
যতদিন আছি থাকব বেচে
হয়ে কল্যান কামী
তোমায় নিয়ে হয়ত কেহ
বাঁধবে বাসর ঘর
আমায় হারিয়ে তোমার হৃদয়ে
উঠিবে তুফান ঝড়
২৪-১১-২০১৩
©somewhere in net ltd.