![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
মুখে থাকে লাজ বুকে থাকে ভয়
চোখে হয় শুধু বলা
এমনি করেই প্রেমের জগতে
শুরু হয় পথ চলা
চলিতে চলিতে দেখিয়াছি কত
প্রেম নিবেদন খেলা
প্রেম সাগরের উত্তাল ঢেউয়ে
আমি যে ঠুনকো ভেলা
আমার হৃদয়ে তুমি মোর প্রিয়া
দিওনা আমায় বাঁধা
অভিমানহীন ভালোবাসা পাবো
এটাই কামনা সদা
ভালোবাসি বলে ছলনাময়ীর
চাইনিতো অভিমান
চেয়েছি যাহা ফিরিওনা তাহা
করোনাকো অপমান
ছলনাময়ীর নির্মম হাসি
দেখিতে চায়নি কভু
অবহেলা আর উপেক্ষায় ও
ভালোবাসি আমি তবু
বিরহ জালা সহিবনা আমি
যদি চলে যাও দূরে।
কথাদিয়ে যাও প্রেমের টানে
আবার আসিবে ফিরে ।
©somewhere in net ltd.