![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
কবিতার মাঝে বলি হে বন্ধু,
বিদায়ের কিছু কথা।
বলিব কী আর জমানো স্মৃতি,
মনেযে অনেক ব্যাথা।
যাহাদের পাশে ছিলাম আমি,
চলে যাবে তারা দূরে।
কাওকে হয়ত পাবনাকো আর,
বিশ্ব জগৎ জুড়ে।
চক্ষু আমার অশ্রু সিক্ত,
হৃদয়ে বিদায় বাশি।
কে যাবে কোথায় দূর অজানায়,
সবাইকে ভালোবাসি।
যদি কোনদিন করে থাকি ভুল,
করেদিও মোরে ক্ষমা।
সবাইকে দিলাম ক্ষমা করে আজ,
রাখিনাই কিছু জমা।
পিছনের কত শত শত স্মৃতি,
বারবার মনে পড়ে।
চিরতরে আমি হারিয়েও তবু
রয়ে যাব অন্তরে।
২২-৫-২০১৪
©somewhere in net ltd.