![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
মা আমার জগৎ সেরা প্রিয় একটি নাম
মা ছাড়া এই জগতে নেইযে কোন দাম
মায়ের মত নিঃস্বার্থ নেই যে ভালোবাসা
মা নিয়ে ত্রিভূবনে আমার সকল আশা
মা ছাড়া এক মুহুর্ত বাচা বড় দায়
বেচে আছি থাকবো বেচে মায়ের ই ছায়ায়
মা তোমার সুখে দুঃখে থাকবো তোমার পাশে
তোমার তরে করি দোয়া অধিক ভালোবেসে
তোমার তরে কী লিখিব শেষ হবেনা লেখা
তোমার দিকে যতই চাহি শেষ হয়না দেখা
মরার পরে আল্লাহ যেন করেন তব নাজাত
তাইতো তোমার তরে সদা করি মুনাজাত।
মায়ের প্রতি সন্তানের
কৃতজ্ঞ বানী..................
স্বার্থহীন দৃষ্টান্তে সন্তানের
উজ্জল ভবিষ্যত রচনায় একজন
মায়ের ভূমিকা নিঃসন্দেহে গৌরবের
©somewhere in net ltd.