নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মানুষ, ভালোবাসি মানুষের সাথে মিশতে।পছন্দ করি মানুষকে জানতে।

আতাউল্লাহ আহমাদ

আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।

আতাউল্লাহ আহমাদ › বিস্তারিত পোস্টঃ

অনুভূতির ছন্দমালা

১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৭

আতাউল্লাহ আরাবী


কাব্যহীন কবি আমি জলাহীন তরী,
রাজ্যহীন রাজা আমি ডানাহীন পরী।


পথে ঘাটে হাটে মাঠে চলি একা একা,
সন্ধানী চোখে শুধু ধু ধু মরীচিকা।


ভাগ্যের বাতায়নে যদি আসে দুঃখ,
বিনিময়ে পরপারে পাবে তুমি সুখ।


নিয়তিকে নির্মম কেন বল হায়,
নিয়তি নিয়ন্ত্রণ করে স্রষ্টায়।


আশা নিরাশার মেঘে ভেসে থাকে মন,
আশাহত মনে ঘটে ছন্দপতন ।


জীবনের চাওয়া পাওয়া থাকে সীমাহীন,
কারো মনে অতি সুখ কেউবা মলিন।


চাওয়া পাওয়া যাই হোক দিয়েছি তো সব,
চোখ বুঁজে মন দিয়ে কর অনুভব।


জীবনের ডায়েরিতে কবিতা হাজার,
কলমেতে নাই কালি কী লিখিব আর।?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: হুজুর আসসালামু আলাইকুম।

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ওয়ালাইকুমুস সালাম।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৬

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ভাই আপনার সাথে কথা ছিল যদি নাম্বার টা দিতেন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৬

আতাউল্লাহ আহমাদ বলেছেন: ভাই আপনার সাথে কথা ছিল যদি নাম্বার টা দিতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.