নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেও কারো

কে এম আতাউর রহমান আকাশ

একা থাকার ভিষন চাওয়া, যখন চারপাশে জনতার আনাগোনা। নির্জনতায় একা থাকার কিই বা আছে।

কে এম আতাউর রহমান আকাশ › বিস্তারিত পোস্টঃ

এইচ এস সি পরিক্ষায় কৃতকার্য অকৃতকার্য প্রসঙ্গে

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

স্কুল পালালেই যেমন রবীন্দ্রনাথ হওয়া যায় না,
তেমনি, স্কুলে প্রথম স্থান অধিকার করেও রবীন্দ্রনাথ হওয়া যায় না।
রবিন্দ্রনাথ হতে গেলে যেটা লাগে, সেটা হলো, পর্যাপ্ত মনোবল, আত্নবিশ্বাস, এবং রীতিমত অনুশীলন। আমি সদ্য প্রকাশিত এইচ এস সি পরিক্ষার ফলাফল প্রসঙ্গে কথা বলছি। এখন কেও বলতে পারেন, ভালভাবে অনুশীলন করলেই তো পরিক্ষায় ভালো ফল পাওয়া যাবে। আমি বলব, অনুশীলন শুধুমাত্র একাডেমিক পড়াশোনাতেই না, অন্যন্য বিষয় গুলোতেও করা যায়। যেমন টা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কথা একটাই রেজাল্ট দিয়েই শুধুমাত্র ভাগ্য নির্ধারিত হয় না। আমি এটাই বলতে চাচ্ছি।

পরিক্ষার্থিদের আত্নিও স্বজনদের বলছি,
রেজাল্ট জানা আপনার অবশ্যই উচিত, তবে খেয়াল রাখবেন, আপনার কথাতে যেন পরিক্ষার্থি এবং তার পরিবার মোতেও কষ্ট না পায়।তাদের কে সাপোর্ট করুন, শান্তনা দিন। খোটা দিবেন না। :(

পরিক্ষার্থি ভাই বোনদের বলছি,
ভাই, আত্নিয় স্বজন তো রেজাল্ট এর পরে ফোন করবেই???? আত্নিয় স্বজনের কথায় কান না দিয়ে, নিজে শক্ত হও। এবং নিজের ভূল টা মেনে নাও। তারপর নতুন করে মনে সাহস সঞ্চার কর। মনে রেখ, জীবনে শুধু মাত্র এই একটা রেজাল্ট দিয়ে তোমার ভাগ্যের পরিবর্তন হবে না। জীবনে অনেক পরিক্ষা আসবে, অনেক বাধা আসবে। সেসব বাধা কে অতিক্রম করতে নিজেকে প্রস্তুত কর, সেস্কল পরিক্ষায় উত্তির্ন হতে পারলেই তমার জীবন সহজ এবং সুন্দর হবে।

অভিবাবকদের বলছি,
মন খারাপ হওয়া স্বাভাবিক। তবুও শক্ত থাকুন। আপনার সন্তানের পাশে থাকুন।
আমার ছেলে/মেয়ে কে আমি ফেইল করতে বলবো। দুই একবার ফেইল না করলে ফেইল এর মর্ম টা বুঝবে কিভাবে???

আর আত্নিয় স্বজন??? আত্নিয় স্বজন ফোন করলে, খুব স্বাভাবিক ভাবে, হাসিমুখে বলবো,

"আরে ভাই আর বলবেন না, শয়তান টা ফেইল করেছে। হাহাহাহাহা। কেমন টা লাগে বলুন! যাই হোক আগামিবার অবশ্যই পাশ করবে। দোয়া করবেন ভাই। হাহাহাহা। বাসায় এসে একবার মিস্টি খেয়ে যাবেন। আপনার ভাবি আবার নিজের হাতে মিষ্টি বানিয়েছে। তার সখের জ্বালায় আমি আর বাচি না। বলেন তো কি কান্ড। মিষ্টি কেন ঘরে বানাতে হবে? মিষ্টি ময়রার
দোকান থেকে কিনে আনলেই হয়!! কেমন টা লাগে বলুন তো ভাই। হাহাহাহাহা। আসবেন কিন্তু ভাই। না আসলে কিন্তু আপনার ভাবি আবার খুব রাগ করবেন "

আমাকে পাগল ভাবলে ভাবতে পারেন। আমি আমার সন্তান কে শিক্ষার বদলে মানষিক যুদ্ধে নামাতে চাই না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

কাইকর বলেছেন: ভাল লেখা

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩২

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.