| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরা নদী বলেশ্বর
আমি খুবই স্বার্থপর
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের মত সাধারন জনগণের ভবিষ্যত বানী করাটা যেমন ঠিক না তেমনি অসম্ভবও বটে।তবে আজকের বিএনপির মিছিলে পুলিশের হামলার পর মনে হলো সরকার ইচ্ছে করেই নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার অশুভ স্বপ্নে বিভোর। তা না হলে দেশে যখন চারিদিকে সংঘর্ষ চারিদিকে যখন রাষ্ট্রীয় বাহিনী এবং একটি গোষ্ঠী মুখোমুখি তখন হঠাত করে পুলিশের এমন ভূমিকার পেছনে কারন কী। পুলিশ কেন জীবনের ঝুকি নিয়ে এমন দাঙ্গা সৃষ্টির খেলায় মেতে উঠেছে। নাকি এটি সরাকরের কোন চাল?
তবে নিজের ব্যক্তিগত বোধ এবং চারপাশে নানান শ্রেনীর মানুষের আলোচনার মাধ্যমে একটি বিষয় অন্তত স্পস্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভরাডূবি এবং বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তাদের ভয়াবহ পরিনতির কথা আঁচ করতে পেরে এখন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চাইছে। যেমন ছোট বেলায় দেখতাম নদীর তীরে মড়ক নিয়ে কুকুরগুলো মারামারি করতো। আর তখন জোয়ার-ভাটার টানে মড়ক পানিতে ভেসে গেলে কাক-শকুন মড়কের উপর বসে বসে আয়েশী ভঙ্গিতে খেত। এখন বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতাটা ঠিক মড়কের মত হয়েছে। তীরে বসে কুকুরগুলো মারামারি করছে আর জাতি বসে আছে কাক-শকুনের অপেক্ষায়। যাতে মড়ক ভেসে যায় গণ্ধও দূর হয়। এবং মারামারি করে কুকুরগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে তীরে আসামাত্র জনগন তাদের ওপর মুগুর চালাতে পারে।
এই যদি সরকারের অভিসন্ধি হয় তবে, আমরা সাধারণ জনগনও হাতে মুগুর নিয়ে বসে আছি। মড়ক ভেসে যাওয়া মাত্র গণ্ধ থেকে মুক্তির উল্লাসে মুগুর চালান করতে আমরা প্রস্তুত। হয়তো আমার মত অনেকেই তখন সেই মুগুর অভিযানে শরিক হবেন।
২|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
পাইলট ভয়েচ বলেছেন: কিছুই বুঝি না!! শান্তি চাই
৩|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মরা নদী বলেশ্বর বলেছেন: হুম..
৪|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
গধযনঁন বলেছেন: পুলিশ রাজিবের খুনীদের গ্রেফতার করেছে! অভিনন্দন!!
আফসোস এরা এক বছরেও সাগর-রুনী'র হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, আমিনুলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারলো না, ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারলো না, চৌধুরী আলমকে উদ্ধার করতে পারলো না। ছবি দিয়ে সনাক্ত করিয়ে দেবার পরও বিশ্বজিতের খুনীদের গ্রেফতার করতে পারলো না। বড় আফসোস!
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
জাহাঁপনা। বলেছেন: শাহবাগ এর প্ল্যান টা সরকারের ভালই ছিল , কিন্তু প্ল্যান ফাস হইয়া যাবার পর সরকার দিশেহারা। নিজের ফাদে নিজেই পরতে যাচ্ছে সরকার , আমার ত মনে হয় এবার আর ফুল টার্ম টিকতে পারবে না আওয়ামীলীগ। এর আগেই কিছু একটা হবে।