| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরা নদী বলেশ্বর
আমি খুবই স্বার্থপর
সারাদেশে সরকারের দৌরাত্ম আর জুলুম নির্যাতন সীমা ছাড়িয়ে এখন অসীমের পানে ছুটছে। ক্ষমতার দাপট আর দম্ভে এখন সরকার দলীয় নেতা-কর্মী, সুশীল সমাজ ও মিডিয়াকর্মীদের এখন আর পায় কে। চারিদিকে বল হরি,, বল হরি রব। এযেন শ্মসানের পানে বৃদ্ধার শব যাত্রা যার সম্পত্তি আছে, ভিটেমাটি আছে কিন্তু ভোগ করার কেউ নেই। তাই যারা সৎকার করবে তারাই অংশীদার । সরকারের এমন একঘুয়েমিতে আজ দেশে ত্রাহি ত্রাহি অবস্থা। আমরা যারা সাধারণ কর্মজীবী মাসের ৬ তারিখেও যারা বেতন পাইনি তাদের এমন খেলা কি আর ভাল লাগে বলুন। সপ্তাহের একটি দিন বাকি মাইনে পাবনা এটাই ধরে নিয়েছি তবুও আশা যদি হয়ে যায়,, তাদের কাছে কালকের দিনটা হরতাল হওয়া মানে কত যে কষ্টের তা বুঝানোর মত নয়,, এই অবস্থায় আবার হরতাল। এটা কি আসলেই মানবিক????
তবে আজকের হরতালে অনেকের মত আমিও সমর্থণ দিলাম। কেননা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যে সরকার জনগনের দায়িত্ব হিসেবে মনে করে তার বিরুদ্ধে বিষোদগার আর ঘৃণা প্রকাশ ছাড়া আর কিইবা করতে পারি এখন।
তাই এই মুহুর্তে আমি দেশে সেনা অভ্যত্থানের পক্ষে কথা বলবো। কেননা এমন সৈরাচারী আর ভাল লাগে না। এত দম্ভ আর সহ্য হয়না আমার। এমন অহঙ্কারি সরকারের পতন আর কেউ না চাইলেও আমি অন্তত চাই।
২|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মো জহিরুল ইসলাম বলেছেন: ভাই আমি অভুথ্থান চাইনা তয় একবার সেনা নামায়ে দিলে বেশ কিছু দিন শান্তিতে থাকা যাইত
৩|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: মো জহিরুল ইসলাম বলেছেন: ভাই আমি অভুথ্থান চাইনা তয় একবার সেনা নামায়ে দিলে বেশ কিছু দিন শান্তিতে থাকা যাইত
৪|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা
কবে রাধা নাচবে কবে ক্ষমতায় জামু...
৫|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
এ.এস.এম.মনজু বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, হয় আপনি দেশে থাকেন নাহয় আমাদের কে থাকতে দিন ! আমরা মানুষ আপনাদের খেলার পুতুল নয় ! এটাকে ডিজিটাল বলেনা । আমরা সামরিক অভ্যুত্থান চাই ।
৬|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কমল ২০১০ বলেছেন: আমি ও চাই, আর সহ্য হয়না
৭|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ফাহীম দেওয়ান বলেছেন: কাল ঐতিহাসিক ৭ই মার্চ, মনে রাখতে হবে এই দিন জামাত-শিবির আর রাজাকারদের দোসর দের জন্য মোটেও সুখকর নয়। যে কোন ভাবেই হোক তারা এই দিনটাকে তাদের প্রতিশোধের স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটাবেই।
অনেকেই সন্দেহ দেখাবেন জানি, তবে বুকে হাত দিয়ে বলুন তো কোন দিন কি দেখেছেন বিএনপিকে মহান ৭ই মার্চ উদযাপন করতে।
তবে স্বাধীনতার স্বপক্ষ দাবীকরা শক্তির ৭ই মার্চ এর মতো এতো চরম সত্যটাকে নিয়ে এত্ত অবহেলা কিসের ?
৮|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
shfikul বলেছেন: !!!!!!!!!
৯|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কাজের কথা বলেছেন: @ফাহীম দেওয়ান সহমত, স্বাধীনতা বিরোধীরা এই দিনকে অপমান করার চেষ্টা করবে।
১০|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এ.এস.এম.মনজু বলেছেন: এখানেও সংগ্রাম !
কোন দেশে আছিরে বাপ !!!!
মাইরালান কেউ আমারে মাইরালান !!!
১১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: এমন সৈরাচারী আর ভাল লাগে না। এত দম্ভ আর সহ্য হয়না আমার। এমন অহঙ্কারি সরকারের পতন আর কেউ না চাইলেও আমি অন্তত চাই।
এর সাথে সামরিক শাসন চাওয়ার সম্পর্ক কী? রাজনীতিকরা মারামারি-কাটাকাটি করে যা ইচ্ছা করুক, সেনাবাহিনী নিয়ে টানাটানি কেন? চার-পাঁচ বছর পরপর যদি দেশের বারোটা বাজিয়ে সেনাবাহিনী দিয়ে কাজ চালাতে হয় তাহলে গণভোট করে সেনাবাহিনীকে সরকার চালনায় পার্মানেন্ট করা হোক. আর রাজনৈতিক দলগুলো কী কী ভেরেন্ডা ভাজবে তাও নির্ধারণ করা হোক.
সেনাবাহিনীকে নিয়ে এমন রাজনৈতিক ব্যবহারে সেনাবাহিনীর সার্বক্ষণিক পেশাগত মানোন্নয়ন ও প্রশিক্ষণ দারুণভাবে ব্যাহত হয়, দূর্নীতির বিস্তার ঘটে. আর রাজনৈতিক মেরুকরণ ঘটে যা সেনাবাহিনীর পেশাদারীত্বকে ভয়ানক এবং দীর্ঘমেয়াদী এমনকি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ করে.
চিন্তাহীন, পরিণতিজ্ঞানহীন মন্তব্যে থাম্বস-ডাউন.
১২|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
সুবর্ণা রহমান বলেছেন: @ফাহীম দেওয়ান সহমত ..
১৩|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
ইসপাত কঠিন বলেছেন: যুক্তিপ্রাজ্ঞ @ কঠিনভাবে একমত পোষন করছি
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
বোকামন বলেছেন: এই সরকার পতন হলে কোন সরকার আসবে !