নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরা নদীর বুকে এখন মরা শেওলা জমা

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........

মরা নদী বলেশ্বর

আমি খুবই স্বার্থপর

মরা নদী বলেশ্বর › বিস্তারিত পোস্টঃ

পুলিশের শরীর রক্তমাংসের আর বাকিদের খড়কুটার

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

পুলিশের শরীরে শুধূ রক্ত মাংস আছে আর বাকিদের শরীরে আছে খড়কুটা। তাই পুলিশের হাতের ছাল উঠলেও আমরা আহ্ উহ করি এবং অন্যদের মাথার খুলি উড়ে গেলেও আমাদের কোনও অনুভূতি হয়না। মিডিয়া কর্মীদের কান্নার রোল ওঠে যখন একজন পুলিশ মারখায়। এটা ঠিক এধরনের হানাহানি আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা। কিন্তু তাই বলে এমন একচোখা অনুভূতিকে কে আদৌ মানবিকতা বলে??? অনেকেই হয়তো বলবেনা না। তা বলা চলেনা। তবে আমার কথা হলো দেশে গত কয়েকদিনের সহিংসতায় প্রচুর প্রাণহানী ঘটেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক সন্তান এতিম হয়েছে। যে কারনেই যেভাবেই হোক প্রতিটি হত্যাকাণ্ডই হৃদয় বিদারক। পুলিশের গুলি আর জামায়াত শিবিরের ইট-লাঠির আঘাতে এমন হত্যাযজ্ঞ নিয়ে আমাদের মিডিয়াগুলো এত আহ্ উহ করেছে বলে দেখেনি। কিন্তু আজকে একটি নারী পুলিশ পড়ে গিয়ে সামান্য আহত হওয়ায় দেশের একটি চটি ওয়েব পত্রিকার কান্নাকাটি দেখে সত্যিই অবাক হয়েছি। মেয়িটি ফর্সা রং আর রূপের বর্ণনার ঢংও পত্রিকাটি তাদের চরিত্রের প্রতি সুবিচার করেছে।

কেন এমন অবিচার? কেন এমন একপেশে তথ্য্ বিলিয়ে বিতর্কিত হওয়া? আজ আমরা যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত আমরা যারা কর্পোরেট দাস কেন তাদের একটি গোষ্ঠির প্রতিপক্ষ করে জীবন বিপন্ন করার পায়তারা? এতে কি মালিকের ক্ষতি না আমাদের? বিষয়টি ভেবে দেখার এখনই সময়..... তা না হলে রাস্তাঘাটে খানাখন্দকে লাশ হয়ে পড়ে থাকতে হবে। আজ আমি আর কাল আপনি এ অবস্থা যে হবে সেটি বুঝতে হয়তো এখন আর অসুবিধা হওয়ার কথা নয়...

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

পীরসাহেব বলেছেন:

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসছালামুআলাইকুম চাচাজি,

সন্দর পুষ্ট, দারুন লিখেছেন।

পুলিশ বড়ই খ্রাপ চাচ্চু, জামাতের কর্মীরা ককটেল ফাটিয়ে আর ভাংচুর করে যখন তাণ্ডব করবে, তখন পুলিশের নিশ্চই অতি আবশ্যক দাঁড়িয়ে তামশা দেখা উচিত ছিল। লাফিয়ে হাততালি দিয়ে উৎসাহ দেওয়ার দরকার ছিল।

আর জনতার টাকায় কেনা বন্দুকের গুলির এতো অপচয় কেন? ওটা দিয়ে কান খোঁচালেই তো হয়!

আর জনতার সম্পদ ও পুলিশের জীবনের উপরে সামান্নু হামলা করার জন্যে পুলিশ এর এমন বেয়াদপি করা আসলেই উচিত হয়নাই।

এই পুলিশ কি ভুলে গেছে রজনীগন্ধার সুবাস?

জামাতকে বরং থানায় নিয়ে চা খাওয়ায় বাসায় পৌঁছায় দেওয়া উচিত ছিল।

যে জামাত এর মেজাজ বেশী খ্রাপ তাকে আদর করে বুঝান উচিৎ আছিল আর কমেডি মুভি দেখান আছিল


জী চাচ্চু, পুলিশ খুবই খ্রাপ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তবে আমার কথা হলো দেশে গত কয়েকদিনের সহিংসতায় প্রচুর প্রাণহানী ঘটেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক সন্তান এতিম হয়েছে। যে কারনেই যেভাবেই হোক প্রতিটি হত্যাকাণ্ডই হৃদয় বিদারক। পুলিশের গুলি আর জামায়াত শিবিরের ইট-লাঠির আঘাতে এমন হত্যাযজ্ঞ নিয়ে আমাদের মিডিয়াগুলো এত আহ্ উহ করেছে বলে দেখেনি

হুম তারা তো শহীদ হতেই এসেছিল তাই না? তারা তো স্লোগান দিয়েছে “মরলে শহীদ বাঁচলে গাজী।”

সব হত্যাকান্ডই হৃদয়বিদারক কিন্তু তারা ছিলো শিবিরের আত্মঘাতী প্রকল্পের লোক। তারা পুলিশের উপর এটাক করেছে। সেটা দেশবাসী দেখেছে মিডিয়ার বদৌলতে। সো এটা নিয়ে ব্লগে কপচাকপচি করার কিছু নাই।
তারা যখন পতাকা ছিড়েছে শহীদ নিার ভেঙ্গেছে হিন্দুদের ঘরাবাড়ি পুড়িয়েছে মানুষ মেরেছে এই কয়দিনে সেটাকে কেন উল্লেখ করলেন না? আপনি তো বিরাট মানবতাবাদী!

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

হ্যারিয়ার টু বলেছেন: কুত্তা মারতে হবেই! এখানে মানবতার কিছু নেই।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

পোস্ট দিয়া আত্তহত্যা করেছ চাচ্চু? নাকি পুলিশের ভয় খাটের তলে বা বাথরুমে পলায়ন করেছ? ঘটনা কি?

পাঁচজন রাজাকার এর নাম বল দেখি চাচ্চু?

গুলি তো তোমাকেই আগে করার দরকার ছিল দেখি! এই রকম বাঘের মতো ছাগু তো আমি জীবনেও দেখিনাই। ছুপামি করে আবার ছুপে যায় মানে খাটের তলে পলায়!

৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: পুলিশের উপ্রে আগে আক্রমণ করবেন আবার আক্রমণ প্রতিহত করলে পরে কৈবেন আগে মারছে ? দেশের মানুষ কি আপনার মত ঘাশ খায় ? /:) /:) /:) /:)

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

ডাক্তার সাব বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসছালামুআলাইকুম চাচাজি,

সন্দর পুষ্ট, দারুন লিখেছেন।

পুলিশ বড়ই খ্রাপ চাচ্চু, জামাতের কর্মীরা ককটেল ফাটিয়ে আর ভাংচুর করে যখন তাণ্ডব করবে, তখন পুলিশের নিশ্চই অতি আবশ্যক দাঁড়িয়ে তামশা দেখা উচিত ছিল। লাফিয়ে হাততালি দিয়ে উৎসাহ দেওয়ার দরকার ছিল।

আর জনতার টাকায় কেনা বন্দুকের গুলির এতো অপচয় কেন? ওটা দিয়ে কান খোঁচালেই তো হয়!

আর জনতার সম্পদ ও পুলিশের জীবনের উপরে সামান্নু হামলা করার জন্যে পুলিশ এর এমন বেয়াদপি করা আসলেই উচিত হয়নাই।

এই পুলিশ কি ভুলে গেছে রজনীগন্ধার সুবাস?

জামাতকে বরং থানায় নিয়ে চা খাওয়ায় বাসায় পৌঁছায় দেওয়া উচিত ছিল।

যে জামাত এর মেজাজ বেশী খ্রাপ তাকে আদর করে বুঝান উচিৎ আছিল আর কমেডি মুভি দেখান আছিল

জী চাচ্চু, পুলিশ খুবই খ্রাপ।

৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হ রে ভাই,মনের কথাটা কইছেন ।

আপনার জামাতি ভাই কিংবা তাদের অনুগত বাচা কাচ্চা মরলেই মায়ের কোল শুন্য হয় । আর পুলিশ মরলে কারো কিছু যায় আসে না ।

আপনি যদি এতই মায়ের কোল দরদি হন,তাইলে আপনার বাবাদের বলেন এই ধংস যজ্ঞ বন্ধ করতে । একজন খুনীরে বাচাইতে এই ধরনের ধংসযজ্ঞ মানা যায় না ।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: হ্যারিয়ার টু বলেছেন: কুত্তা মারতে হবেই! এখানে মানবতার কিছু নেই।

Amio tai koi !

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

কাজী মামুনহোসেন বলেছেন:

ভাইজান পাঁচ জন রাজাকারের নাম বলেন, তাইলে সব পরিস্কার হইব ...


১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: জনাব আমি আজকে আপনারে সামনে এক মহা গুরুত্বপূর্ণ, আপনার জন্য ব্যাপক প্রয়োজনীয় একটি জিনিষ উপস্থাপন করতে যাচ্ছি। হ্যা জনাব ঠিকি ধরেছেন আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি কাঠালপাতা।

কাঠালপাতা কাঠালপাতা কাঠালপাতা

আমার এই কাঠাল পাতায় ........


=p~ =p~ =p~

১২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: ভাই,নাম টা বলেশ্বর না রাইখা 'বালেশ্বর' রাইখা এই পোষ্ট দিতেন,তাইলে নামের সাথে মানানসই হইত!!!!
'বাল' পোষ্ট!!!!
সাথে কাঠালপাতা উপহার রইল!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.