নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর।

ফ্রম_দা_জিরো

আমি কিছু লেখার চেষ্টা করছি, বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা চট্টগ্রাম। ঐখানে আমার জন্ম। ১৯৮০ সালের ২৮ অক্টবোর। তারপর অনেক চরাই উতরাই পার হয়ে জীবিকার তাগিদে ঢাকাতে। মাঝমাঝে ছবি তুলি। চাকুরির পাশাপাশি মনের চাহিদা মেটানোর জন্য ছবি তোলা। মনের কিছু কথা আছে যা বলতে গেলে বলা হয় না। তাই এইখানে আসা। আমার তোলা কিছু ছবি নিচের লিংকে গেলে দখতে পাবেন- http://www.flickr.com/photos/atikullah/ http://atikullah.blogspot.com/

ফ্রম_দা_জিরো › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য দেশপ্রেম দেখাতে গিয়ে আকাশ পাতাল এক করে ফেলছেন তাদের বলি,

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

সুন্দর দেশ গড়ার কাজ আমাদের সকলের। তারপরও আমার মনে হয় সধারন জনগণের চেয়ে এই কাজ কিছু মানুষের উপর বিশেষ ভাবে বর্তায়। শিক্ষক, বিচারক, ডাক্তার, সাংবাদিক, রাজনীতিবিদ। কিন্তু তারা যদি টাকা, ক্ষমতার পক্ষপাত বা দলের হয়ে কাজ করে তাহলে দেশের এবং জাতির জন্য চরম লজ্জা জনক। রাজনীতিবীদের কথা না হয় বাদ দিলাম।



একজন শিক্ষক শিখাবেন নীতি, দ্বায়ীত্ব, দেশপ্রেম, ভাল খারাপ, বিচারক করবেন ন্যায় বিচার, ডাক্তার সেবা দেবেন সকল মানুষকে, সাংবাদিক তুলে ধরবেন সকল অন্যায়, সত্য, দেশের ভাল। তারা যদি পক্ষপাতে লিপ্ত থাকে তাহলে এবং যদি শোনা যায় লাল দল নীল দল, সবুজ প্যানেল, নীল প্যানেল, হলুদ সাংবাদিকতা তা হলে সাধারন জনতা কি শিখবে?



আমরা নিজেদের পরবর্তী প্রজন্মনের জন্য সন্দর একটা দেশ, পরিবেশ, দিয়ে যেতে না পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কি হবে? দেশের জন্য যারা প্রান দিল তাদের সেই চেস্টা কি বৃথা যাবে না?



গতকাল রাস্তার পাশে দুই রিক্সাচালকের কথা শুনছিলাম। তারা বুঝে কিন্তু আমাদের মত শিক্ষিত দেশপ্রেমিক, যাদের হাতে আমাদের দেশ গড়ার বড় দ্বায়ীত্ব, তারা বুঝে না। হয়ত বুঝেও না বোঝার ভান করে।



যারা এখন ক্ষমতার জন্য (সরকার ও বিরোধী দল) দেশের জন্য দেশপ্রেম দেখাতে গিয়ে আকাশ পাতাল এক করে ফেলছেন তাদের বলি, আর কত বছর বাচবেন আপনারা, আমারা ? আর কত ক্ষমতা, টাকা দরকার আপনাদের?



এখনও সময় আছে, দেশেকে সন্দর করে গড়ার। আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মনের জন্য। আমরা সব জানি মুজিব, জিয়া, হাসিনা, খালেদা কি করেছেন কি করছেন। দেশের জন্য কিছু একটা করেন জাতে আমারা আমাদের ছেলে মেয়েদের বলে পারি গর্ব করে - "শোন ৭১ সালে যারা প্রান দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেল, তার পর উনারা সেই দেশকে সুন্দর করে সাজিয়েছেন।"



আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.