নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর।

ফ্রম_দা_জিরো

আমি কিছু লেখার চেষ্টা করছি, বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা চট্টগ্রাম। ঐখানে আমার জন্ম। ১৯৮০ সালের ২৮ অক্টবোর। তারপর অনেক চরাই উতরাই পার হয়ে জীবিকার তাগিদে ঢাকাতে। মাঝমাঝে ছবি তুলি। চাকুরির পাশাপাশি মনের চাহিদা মেটানোর জন্য ছবি তোলা। মনের কিছু কথা আছে যা বলতে গেলে বলা হয় না। তাই এইখানে আসা। আমার তোলা কিছু ছবি নিচের লিংকে গেলে দখতে পাবেন- http://www.flickr.com/photos/atikullah/ http://atikullah.blogspot.com/

ফ্রম_দা_জিরো › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙ্গালী ধর্মান্ধ না ধর্মভীরু।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

উস্কানি মুলক লেখালেখির কারনে আমারদেশে বন্ধ করে সম্পাদক লাল দালানে। প্রথম আলো ফটোশপ দিয়া হিন্দু হাইলাইট করে সাম্প্রদায়ীক দাঙ্গাকে উস্কানির জন্য কি কোন বিচার হবে না? ছোট একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে - এই সাম্প্রদায়ীক দাঙ্গার কারনে লাভবান কে?



বি এন পি কিছু বললে বলে পাকিস্তান, আওয়ামিলীগ বললে বলে ইন্ডিয়া, আরে ভাই আমরা বাংলাদেশ, দেশের জন্য কি কোন দল নাই?



১৯৭১ সালের বাংলাদেশ আর এখন ২০১৪ সালের বাংলাদেশের জনগনের মধ্যে কি অনেক তফাত আছে না? স্বাধীনতার পর থেকে বংলাদেশের সব চাইতে বেশি ক্ষতি হইছে কার জন্য রাজনৈতিক/ অরথনৈতিক/ আমাদের কালচার/ চিন্তা চেতনার (ইন্টারন্যাশ্নালি)? মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনদেশ দিয়ে গেছেন। এবং একটা কথাও আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।



এইবার আসেন মাইনোরিটি নিয়া, জামাতের এখন যা অবস্তা এই সময়ে আমার মনে হয় না ওরা এমন কিছু করবে জাতে তাদের আরও সমস্যায় পড়তে হয়। আমি জামাতের পক্ষ হইয়া বলতাছি না। ওরা অনেক অরগানাইজড। সেইটা সবাই জানে। ওরা সময়ের জন্য অপেক্ষা করবে।



আমরা বাঙ্গালী ধর্মান্ধ না ধর্মভীরু। দুইটার মধ্যে অনেক তফাত। জামাত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার না, ইচ্ছার ব্যাপার। চাইলেই করা যায় এবং হবে? কিন্তু বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়ে আমাদের দেশের জন্য কি সফলতা আসবে? রাজনৈতিক ফায়দা হয়ত কিছুদিনের জন্য হবে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

অেসন বলেছেন: যে সমস্ত এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়েছে খেয়াল করে দেখুন, সে এলাকাগুলিতে জামাত- শিবিরের সহিংসতা চলছে দীর্ঘদিন ধরে। সেখানে
জামাত জড়িত না থাকলে এই ঘটনা ঘটতো না। যেহেতু এই সাম্প্রদায়িক
হানাহানির সাথে রাজনীতি জড়িত সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি যতদিন
এদেশে থাকবে ততদিন এই সমস্যার সমাধান হবে না।
তবে সরকার জানাসত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি এটা হয়তোবা
তাদের রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা হতে পারে।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.