নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর।

ফ্রম_দা_জিরো

আমি কিছু লেখার চেষ্টা করছি, বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা চট্টগ্রাম। ঐখানে আমার জন্ম। ১৯৮০ সালের ২৮ অক্টবোর। তারপর অনেক চরাই উতরাই পার হয়ে জীবিকার তাগিদে ঢাকাতে। মাঝমাঝে ছবি তুলি। চাকুরির পাশাপাশি মনের চাহিদা মেটানোর জন্য ছবি তোলা। মনের কিছু কথা আছে যা বলতে গেলে বলা হয় না। তাই এইখানে আসা। আমার তোলা কিছু ছবি নিচের লিংকে গেলে দখতে পাবেন- http://www.flickr.com/photos/atikullah/ http://atikullah.blogspot.com/

ফ্রম_দা_জিরো › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমর নমুনা

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

আমার এক বড় ভাই আমারে বল্ল আমি নাকি গিনিস রেকর্ড নিয়া খোচা খুচি করছি। ভাই কারণ টা হইলে -

রেকরডের জন্য টাকা খরচ না কইরা ঐ টাকা দিয়া বার্ন ইউনিটের আপডেট করলে বা দেশের শিক্ষা খাতে বা যানজট নিরসনের জন্য খরচ করলে সব চাইতে বেশি উপকার হবে।



কারণ বিরোধী দল আমাদের পুড়াচ্ছে আবার যখন সরকার যখন বিরোধী দলে যাবে তখনে পুড়াবে আমাদের। কারণ উনাদের কিছু হইলে তো দেশে চিকিৎসা করান না। আর দেশপ্রেম যদি রেকর্ড বুকে নাম লেখানে হয় তাহলে লজ্জা লাগা উচিৎ উনাদের কারণ দুর্নীতির জন্য আমাদের নাম ঐ বইয়ে আছে, ঐ নাম টা আগে মুছা কি উচিৎ না



রেফারেন্স হিসাবে আমার আগের পোস্ট দিয়ে দিলাম-



গিনিস বুকে নাম উঠাইলে দেশপ্রেম হয় না, মনে এবং কাজে হইতে হয়।



দুর্নীতিতেও আমাদের নাম ঐ বইয়ে আছে। সবাই মিলে বিশ্বের সবচাইতে মানব পতাকা, জাতীয় সঙ্গীতের গিনিসরেকর্ড ভাঙ্গা ভাঙ্গি না কইরা একটা জিনিস করেন - যে যে যার যার জায়গা থেকে মাসে অন্তত একটা দিন সবাই মিলে ভাল কাজ করি যাতে দেশের উপকার হয়। মন্ত্রী এমপি নেতা সরকারী আমলা সবই মিলে মাসে একদিন (হয়ত মাসের প্রথম রবি বা সোম বার) ঘুষ/চুরি/ বাটপারি/লোভ/ নিজস্বার্থ বাদ দিয়ে দেশের জন্য কিছু করেন, দেখবেন দেশের উচ্চতা কোথায় উঠে। আর আমরা সাধারন জনগন সবাই মিলে একটা করে গাছ লাগাই।



যদিও উনাদের (সরকার থেকে শুরু করে সবাই যারা দেশের জন্য কাজ করেন বলে মনে করেন) সাথে আমরাও সব সময় দেশের জন্য কাজ করা উচিৎ, যেটা উনারা করেন না। তাই মাসে একদিন বলা হইল। অভ্যাস হয়ে গেলে দেখবেন সব সময় করছে ... দিনে একটা ...দুইটা ... দশটা...গোটা মাস...গোটা বছর... সারাজীবন...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

মসন বলেছেন: correct.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.