নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''মনের ভেতর দুঃখ আছে সুখও সেথা অল্প
দুঃখ সুখের মিলনে রচি মধুরতম গল্প ।
সপ্ত রঙের দুঃখ আমার হাজার রকম কষ্ট
লক্ষ্য বিহীন জীবন হলেই সব হয়ে যায় নষ্ট !
নষ্ট হল মনের চাওয়া নষ্ট হল সাধ্য
নষ্ট হতে ইচ্ছে গুলো তাই হয়েছে বাধ্য !
দুঃখ গুলো সাজিয়ে রাখি কষ্ট করি রত্ন
কষ্ট করে দুখের মালার একলা করি যত্ন ।
কষ্ট তবু বেড়েই চলে জীবন চোষা পদ্যে
কষ্ট বাড়ে সকাল সাঁঝে কঠিন কঠোর গদ্যে !
দুঃখ নদে জীবন ভাসে কষ্ট নাওয়ে চড়ি
দুঃখ আমার মানিক-রতন আছে ভরি ভরি !
দুঃখ বিলাস মনটা তবু যাচে সুখের অভিলাষ
সুখ পালিয়ে দুঃখ সেথায় দিব্যি করে বাস !
নাই বা পেলাম সুখের কাঠি দুঃখ ভোলার বীণ
শোধ করা কি যাবে তবু প্রভুর দেওয়া ঋণ ?''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রুদ্র আতিক বলেছেন: মন্তব্য পড়ে আমারও ভাল লাগলো । অনুপ্রানিত হলাম । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো।