নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

বাড়ী ফেরার ছুটি

৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩



‘’ভাত খাস নাই, খানকীর পোলা ?
গতরে শক্তি নাইরে শালা ?
হারামির বাচ্চা, তারাতারি কর, হাত চালা, হাত চালা !

খুদে মোটর মেকানিকের কৃষ্ণ অধর বেয়ে
ঝরা ঘামে বারেবারে উঠছে কেবল নেয়ে ।
ওস্তাদের কথায় কান না দিয়ে
গাড়ীর চাকা খোলায় যায় ব্যস্ত হয়ে !

গ্যারেজের গেটে আরও একটি গাড়ী এলে
দৌড়ে ছুঁটে গিয়ে সে, কি যেন কি কথা বলে ।
পরে হাঁক দিয়ে বলে, ওস্তাদ… চাক্কা পাঙ্কচার !
‘চুৎমারানি, আগের কাম আগে কর !’
মুখ খারাবের স্বভাব,
এই ওস্তাদের জবাব !


একশো টাকা দিন সাথে দুই বেলা খাওয়া
গ্যারেজেই দিন রাত, গ্যারেজেই শোয়া !
কালো বেড়াল আর বেঁটে সুজন
এই তো বেশ আছে দুজন ।

ঘুমোতে ঘুমোতে রাত দুপুরে সাত সকালে উঠি
ঈদের দিন ছাড়া তার মেলে না মোটে ছুটি ।
ঘরে তার মায়ের কোল, অবুঝ ছোট্ট বোন
সেথায় যেতে কেমন করে সুজন মিয়ার মন !

খিস্তি-খেউর গা সওয়া তার শরীরে সেদিন অনেক জ্বর
রাত্রি বেলা একলা একা লাগছে তাহার ভীষণ ডর !
সকাল বেলায় ওস্তাদ এসে করছে ডাকাডাকি ,
খিস্তি-খেউর মিলিয়ে অনেক করছে হাঁকাহাঁকি।

অনেক পরে দরজা ভেঙে ঢুকল সবাই ভেতর ঘর
দেখল তাহার দেহ খানি পড়ে আছে হয়ে নিথর !
মায়ের কোল কি ফিরে পাবে, এবার সুজন বাড়ী যাবে !
এবার তাহার বাড়ী যাওয়া কোন পাষাণে আর আটকাবে ?‘’

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।
ছবিঃ cars24.com

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: আধুনিক কবিতা চমৎকার কবি দা

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম ।

২| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতায় থাকবে নরম শব্দ। কবিতায় গালি টালি ভালো লাগে না।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৫

রুদ্র আতিক বলেছেন: মনে যাহা আসে ভাই, তাই লিখে যাই
যাহা দেখি, যাহা শুনি, লাগে কবিতাই !
হোক সে গালাগালি,
আত্মীয় কি শালা শালী !
সব লিখে যাই, আমি আমার কবিতায় । ধন্যবাদ ........

৩| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৯

সাজিদ উল হক আবির বলেছেন: সমাজের হাড্ডি খিজিরদের যে আপনার চোখে পড়ে, এবং তাঁদের নিয়ে আপনি কবিতা লেখেন, এই মর্মে আপনাকে সাধুবাদ জানাই, এবং কৃতজ্ঞতাজ্ঞাপন করি।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত । ধন্যবাদ

৪| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

পদ্মপুকুর বলেছেন: রুদ্রমুর্তির কবিতা, বেশ বিদ্রোহী উচ্চাররণ! ভালো লাগলো।

রাজীব নুর বলেছেন: কবিতায় থাকবে নরম শব্দ। কবিতায় গালি টালি ভালো লাগে না। তাইলে রফিক আজাদ যে বলেছিলেন- ভাত দে হারামজাদা... তারবেলায়?

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

রুদ্র আতিক বলেছেন: কবিতায় গালি টালি ভাল লাগে না, এতটুকু রাজিব নুর বলতেই পারেন । কিন্তু কবিতার শব্দ নরম না গরম নাকি চরম হবে তা নির্বাচনের ভার কবির স্কন্ধেই দেওয়া উচিৎ ।
মন্তব্য পড়ে আপ্লুত ও অনুপ্রাণিত । ধন্যবাদ

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০২

রুদ্র আতিক বলেছেন: ভালবেসে সর্বদাই সদুত্তর দিতে সচেষ্ট থাকি, দুঃখ দিতে নয় । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.