নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মহা প্রতিদান

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২৭



আপন পুত্রে শোনালেন নবী আদেশ আল্লার
কোরবান তব করিব আজি ওহে পুত্র আমার
উৎফুল্ল হয়ে পুত্র কহে আল্লাহ যদি করেন কৃপা
যদি চান তিনি এই দেহ তনুমন-প্রাণ
নাহি ভয় পিতা ঐ পবিত্র নামে মোরে করিতে কোরবান ।

আনন্দিত হইয়া পিতা হেরিলেন পুত্র পানে
ধন্য তিনি পুত্র যে তার বলিয়ান ধৈর্য গানে
ইসমাইল হেসে কহে পুনঃ ধন্য আমি, সৌভাগ্যবান
আল্লাহ কবুল করেছেন মোরে তাঁরই নামে হতে কোরবান ।

মাতা হাজেরা শুনি সে বারতা কহেন অশ্রু সজল চোখে
নাড়ী ছেঁড়া ধন মোর আয় শেষ বার দুখিনী মায়ের বুকে
বক্ষে চাপিয়া আপন পুত্রে শোনালেন অভয় বানী
আল্লার নামে উৎসর্গ যে তার তরে নহে বেদনার কানাকানি ।

কাঁদিতে কাঁদিতে আপন পুত্রে দিলেন স্বামীর হাতে
ঐ দুর্গম পর্বত শিখরে ইব্রাহিম ছোটেন পুত্র সাথে ।
মুদিয়া নয়ন বাঁধিলেন পিতা পুত্রের হাত-পা
কণ্ঠদেশে চালালেন ছুরি বলি বিসমিল্লাহ্!

আসমানে যত ফেরেস্তা ছিল মারহাবা বলে কাঁদে
সাত আসমান করে টলমল, মেঘের আড়ালে সূর্য ঢাকে!
শিঙায় যিনি ফুঁৎকার দেবেন গিয়েছিল কি তাহারও ধ্যান ভাঙি
আরশ কুরসি লওহ কলম উঠেছিল কি বেদনার রঙে রাঙি?

ইব্রাহিম যতই চালান ছুরি একটি লোমকূপও কাটে না তাতে
পুনর্বার তিনি মহা তেজে চালালেন ছুরি চেপে দাঁত দাঁতে!
পুত্র বলে, বুঝি স্নেহের বশে চলছে না ও হাতে ছুরি
চক্ষু বাঁধিয়া চালান ছুরি দ্বিধা-সঙ্কোচ, স্নেহ-মায়া ছিঁড়ি!

সম্মত হইয়া বাঁধিলেন পিতা আপন চক্ষু যুগল
না দেখিয়া চালাতে ছুরি ভেদ করিল কন্ঠ, মিলিল সুফল
আল্লাকে দিয়া ধন্যবাদ পুনঃ খুলিলেন চোখের বাঁধন
চক্ষু মেলিতেই জড়াইয়া ধরিল আনন্দ অশ্রু কাঁদন!

দেখিলেন যার কণ্ঠ ভেদিছে সে তাহার পুত্র নয়
পাশে দাঁড়িয়ে পুত্র হাসে, দুম্বা-মেষ মাটিতে পড়িয়া রয়!
বার্তা বাহক জিব্রাইল বলেন, কবুল হয়েছে কোরবানি তোমার,
আসমানবাসীর মোবারক লহ, আপন পুত্রে পাইলে ফিরিয়া রহম আল্লার!

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
০৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ ।
পুনশ্চঃ প্রতীকী ছবিটি ইউটিউব থেকে ধার করা ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৬

সোবুজ বলেছেন: এটা একটা অমানবিক গল্প।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

রুদ্র আতিক বলেছেন: একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে আপনার স্রস্টার মহানুভবতা খুঁজে পাবেন! তিনি অমানবিক নন । ধন্যবাদ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১

বিটপি বলেছেন: জুলাই মাসের গল্প ফেব্রুয়ারিতে শুনানোর অর্থ কি?

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৩

রুদ্র আতিক বলেছেন: এটি এমন এক গল্প যা অমরতা লাভ করেছে বহু আগেই । যাই হোক হঠাৎই গল্পটা মনে পড়ল, তাই লিখে ফেললাম । আসলে যখন যা মনে আসে তাই লিখি । হোক তা কবিতা বা অকবিতা। আমি বসন্তের কবিতাও কনকনে শীতে বসে লিখতে পারি পরের বসন্তে শুনব বলে । ধন্যবাদ

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

সাসুম বলেছেন: আপনার কবিতা সুন্দর , গল্প অমানবিক।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২২

রুদ্র আতিক বলেছেন: হ্যাঁ অমানবিকতা রূপ লাভ করতো যদি সত্যি সত্যি ইসমাইলের কোরবানিটা হয়েই যেত । যাই হোক, অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার গঠন নিয়ে কিছু মতামত দিই। আশা করি সহজভাবে নেবেন।

নিজের কবিত্ব ও কবিতার গঠন উন্নত করতে হলে অন্য কবিদের, বিশেষ করে প্রতিষ্ঠিত কবিদের কবিতা বেশি করে পড়তে হবে, কবিতা সম্পর্কেও পড়াশুনা করতে হবে। প্রথমত, বাদ দিন 'মোর', 'লহ' এ ধরনের শব্দ। সাধুরীতি পরিহার করুন। পুরোনো দিনের রীতিতে কবিতা লিখবেন না।

আপন পুত্রে শোনালেন নবী আদেশ আল্লাহর
কোরবান তব করিব আজি ওহে পুত্র আমার

কবিতা তার গঠনে এতটাই বিবর্তিত হয়েছে যে, উপরের মতো করে আজকাল কেউ কবিতা লিখবেন না। কবিতায় কী বলতে চান সেটা আগে গদ্যের মতো ভাবুন।

আপন পুত্রকে নবী আল্লাহর আদেশ শোনালেন
হে আমার পুত্র, আজ তোমায় করবো কোরবান

এটা খুব সিমপ্লিফায়েড একটা ভার্সন। এ কবিতাটা আমি লিখলে নিশ্চয়ই এভাবে লিখতাম না, যার যার স্বকীয়তা অনুযায়ী লেখা হয়ে থাকবে।

কবিতায় পরিণতি লাভের জন্য ছন্দ সম্পর্কে জ্ঞান থাকা ভালো। বাংলা কবিতার ছন্দ - প্রাথমিক ধারণা

আরো দেখতে পারেন - নবীন কবিদের কঠিন কবিতা এবং নবীন কবিদের কবিতা

কবিতা পাঠ জরুরি নিজের কবিতার উন্নয়নের জন্য। নইলে একজন কবি যেখান থেকে শুরু করেন, জীবনের শেষ ভাগে যেয়েও সেখানেই রয়ে যান।

--

এ কবিতাটি মুসলমানদের 'কোরবানী'র পটভূমিকার উপর লিখিত। উপযুক্ত হাদিস বা পবিত্র কোরানের সূত্র উল্লেখ করতে পারেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২

রুদ্র আতিক বলেছেন: প্রথমেই গভীর ধন্যবাদ জ্ঞাপন করছি । অনেক কবিই আছেন যারা কবিতার শৃঙ্খল পছন্দ করেননি । আমার কাছেও শৃঙ্খল ভালো লাগে না । আপনার ভাষায় আমিও আমার স্বকীয়তা অনুযায়ী লিখে যাই । যাই হোক অনুপ্রাণিত করবার জন্য আবারও ধন্যবাদ !

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৪

রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ! আপনার কবিতা আবার কবে পড়ব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.