নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

রহস্য পত্রিকা, এপ্রিল ২০১৬

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬



ভেবেছিলাম এই মাসে আর বই/পত্রিকা কিছুই কিনবো না। যা কিনার সব সামনের মাসে। মানিব্যাগের যা অবস্থা! কিন্তু হলো না। বইয়ের দোকানে টাটকা রহস্য পত্রিকা ঝুলতে দেখে আর লোভ সামলানো গেল না, কিনেই ফেললাম। এবং সঙ্গে সঙ্গে নিজেকে দেউলিয়া ঘোষনা করলাম। এই দেউলিয়া রূপকার্থে না, আক্ষরিক অর্থেই। বাড়ি থেকে টাকা পাঠাবার আগ পর্জন্ত "অর্থহীন" সময় কাটাতে হবে আরকি। যাইহোক, ধান ভানতে শিবের গীত গাচ্ছি, এখন আসল কথায় আসি।
রহস্য পত্রিকা। কত সুন্দর স্মৃতি আছে এই রহস্যকে ঘিরে। আগে মাসের শেষের দিকে আসলেই আব্বুর কানে কানে বলতাম, আজকে রহস্য দেখো আসার সময়। আব্বু কিছু বলতো না, শুধু রহস্যময় হাসি দিত। আর এটা বলতে হত এমনভাবে যেন আম্মু শুনতে না পায়। শুনলে পিঠের ছাল উঠে যাবার সমূহ সম্ভাবনা। সেইসব দিন!! কোনো রহস্যময় উপায়ে যদি আবার ফিরে পেতাম!
অতীত নিয়ে কিছু কথা হলো, এখন বর্তমানে ফিরে আসি। রহস্য পত্রিকা, এপ্রিল ২০১৬। এই সংখ্যায় একই সাথে আছে আগাথা ক্রিস্টি এবং স্যার আর্থার কোনান ডয়েলের গল্প। যদিও এই দুইটা এখনো পড়া হয়নি। একদম শেষে পড়ার জন্য রেখে দিয়েছি। কালকে রাতে লাইট বন্ধ করার আগে যেই কয়টা পড়া হয়েছে সেগুলো হলো রহস্য গল্প আজব চশমা, অলোওকিক গল্প কুহেলিকা, স্মৃতিচারনা চা বাগানের জার্নাল। সবগুলোই বেশ ভালো। অহ, আর একটা ওয়েস্টার্ন উপন্যাসিকাও আছে এই সংখ্যায়। আগামী কয়েকটা দিন বোধহয় ভালোই যাবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

কালনী নদী বলেছেন: সেবা প্রকাশনী-
অবসরের সঙ্গি :)

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

আতিক ইশরাক ইমন বলেছেন: এবং খুব ভালো এক সঙ্গি :)

২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক সময় খুব পড়তাম।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

আতিক ইশরাক ইমন বলেছেন: এখন আর পড়েন না?

৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমার প্রিয় পত্রিকা।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

আতিক ইশরাক ইমন বলেছেন: আমারো

৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২

আমিই মিসির আলী বলেছেন: পইড়া একটু রিভিউ টিভিউ দিয়েন।
আজবব চশমার রিভিউ পাইলে খুশি হইতাম।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

আতিক ইশরাক ইমন বলেছেন: গল্পের নামটাই যখন আজব চশমা, তখন বোঝাই যাচ্ছে যে কোনো চশমা নিয়ে ভেজাল আছে। হ্যাঁ, আসলেই ভেজাল আছে। কিন্তু কি সেটা বলবো না :#)। সেটা জানতে হলে গল্পটা পড়তে হবে। তবে এটুকু বলতে পারি যে গল্পে বর্ননার ভঙ্গিটা বেশ ভালো এবং পাঠককে ধরে রাখতে পারে।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

আহলান বলেছেন: এমন একটা সময় ছিলো সেবার বই গুলো বুভুক্ষের মতো পড়তাম। কি গোয়েন্দা, ক্লাসিক, অনুবাদ, রোমন্টিক .....

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

আতিক ইশরাক ইমন বলেছেন: সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়ে, বই পড়া কমে :(

৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: এখন আর এসব পড়া হয় না!!

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

আতিক ইশরাক ইমন বলেছেন: সময় হয় না, নাকি ভাল্লাগে না ?

৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ভাল লাগে না ঠিক তা নয়, আগে তো অনেক পড়েছি।

আসলে এখন পড়ার রুচি পরিবর্তন হয়েছে। এখন অন্য আরো অনেক লেখা পড়তে হয়।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

আতিক ইশরাক ইমন বলেছেন: হুম, সময়ের সাথে রুচিরও পরিবর্তন হয়

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না ভাই, এখন আর পড়া হয়না। কিছুটা আলস্য (পত্রিকা সংগ্রহের ঝামেলায়), কিছুটা রুচি পরিবর্তন আর কিছুটা সময়ের অভাব। সব মিলিয়ে আমার নিজেরই দোষে পড়া হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.