নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন প্রলাপ- ৭

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৬

"আমরা তো প্যাটের দায়ে কাজ করি, আমরা গরিব। আপন্যারা বড়লোক।"

আচ্ছা, সবকিছুর মূলে এই "প্যাটের দায়" টাই কি দায়ী নয়? প্রথমে পেটের দায় মেটাতে হয়, তারপর মনের, তারপর পরিবারের, সমাজের, চাকচিক্যের, বিলাশিতার; এভাবে দায় বাড়তেই থাকে। যে জতবেশি দায় মেটানোর জন্য টাকা কামায় সে তত বড়লোক। অবশ্য বড়লোকেরও বেশ কিছু শ্রেণীভেদ আছে, ঐ "প্যাটের দায়ে" যে কাজ করে তার মতে। যেমন- কিছু বড়লোক গাড়িতে চড়ে ঘুরে, কিছু মটরসাইকেলে। আর কিছু বড়লোক এমনিতেই খালি ঘুরে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে, খাইদাই করে; তারা দার্শনিক বড়লোক।

এরপর আবার শোনাগেল জনৈক পথচারী বলছেন, "আমরা গরীব মানুষ, আমাদের চিন্তা কি?" এর উত্তরে তার সঙ্গিনী বললেন, "গরীব বলেই তো বেশি চিন্তা।" এবং কিসের জন্য সে চিন্তা সেটা উদাহরন সহ ব্যাখ্যা করে নিশ্চিন্ত মানুষটাকে চিন্তিত করে তুলতে লাগলেন।

এসব শুনে কবি বললেন, "সবাই সবকিছু খালি টাকা দিয়েই বিচার করা শুরু করে দিয়েছে। সবই Industrialization এর কুফল।" এ ব্যাপারে আমি আমার সুগভীর ও সুচিন্তিত মতামত প্রকাশ করলাম একটি মাঝারি সাইজের "হু" বলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.