নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

আতিক ইশরাক ইমন

প্রলাপ বক্তা

আতিক ইশরাক ইমন › বিস্তারিত পোস্টঃ

সিনেমা কথনঃ The Fountain

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০



সাধারন কোনো মুভি নয় অবশ্যই, অসাধারন। এবং দেখার সময় ভালোমত মনোযোগ দিয়েই দেখতে হবে, মনোযোগ দিতে না পারলে এই অনন্যসাধারন মুভিটার মজা নষ্ট না করাই ভালো। কারন পাশাপাশি তিনটা গল্প বলে যাওয়া হয়েছে। তিনটা ভিন্ন সময়ের, ভিন্ন ভিন্ন মানুষের গল্প। কিন্তু তাও গল্পগুলো যেন একি কাহিনী বলে জাচ্ছে, যে গল্পে আছে এক স্প্যানিশ কনকুইস্টাডর (ষোলোশো শতাব্দীর স্প্যানিশ যোদ্ধা যারা ইনকা আর অ্যাজটেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল), এক নিউরোসায়েন্টিস্ট আর এক নভঃচারী। যোদ্ধা খুঁজছে তাঁর রাণীর জন্য ট্রি অফ লাইফ, নিউরোসায়েন্টিস্ট খুঁজছে তাঁর ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জন্য নতুন ড্রাগ আর অপরদিকে নভঃচারী খুঁজছে তাঁর মৃতপ্রায় গাছটাকে বাচিয়ে তোলার উপায়। সবাই একটা লক্ষ নিয়ে ছুটে চলেছে, মৃত্যুর বিপরীতে জীবনকে পাবার লক্ষ। কিন্তু তারা কি পারবে সেই লক্ষে পোছতে?
আবারো বলতে হচ্ছে, অন্যরকম অসাধারন একটা মুভি। আর তিনটা ভিন্ন ভিন্ন চরিত্রেই ফাটিয়ে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান।জ্যাকম্যানের ক্যারিয়ারের অন্যতম অভিনয় প্রতিভা দেখানো মুভি এটা। কিছুটা ভিন্নতা আর চিন্তার খোরাক পেতে চাইলে অবশ্যই দেখা উচিত The Fountain ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: দেখেছি মুভিটা।
জাচ্ছে*- যাচ্ছে।
কারন- কারণ
একি-একই
ঠিক করে নিন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

নাগরিক কবি বলেছেন: ছবি খ্যনা দেখিয়াছি। আপনি রিভিউ খানা আর একটু বড় করিতে পারিতেন।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৫

নীল বরফ বলেছেন: এই মুভির মিউজিক নিয়ে কিছু বললেন না যে?"Death Is the Road to Awe" মিউজিকটা একটা মাস্টারপিস বাই Clint Mansell। একটা মানুষের ত্রিকাল দেখানো হয়েছে। এখানে আমার মতে এক নভঃচারী কে দেখানো হয়েছে মৃতের পরের জীবন।
আসলেই এক অসাধারণ সিনেমা !। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.