নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালাখি করা আমার পেশা নয়, বলতে পারেন এক পপ্রকার নেশা হয়ে দাড়িয়েছে। পড়া লেখার পাশাপাশি বিভিন্ন বিষয় বস্তু নিয়ে লেখার চেষ্টা করি। অহংকারী ব্যক্তি কে একদম এড়িয়ে চলি। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। নিজেকে সব সময় ছোট মনে করি।

নবিন ব্লগার

আমি খুব-ই শান্ত থাকি। মানুষের উপকার করার চেষ্টা করি।

নবিন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

সমাজেৱ কিছু দৃষ্টি ভঙ্গি

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৯

আমাদেৱ এই বিচিত্ৰ সমাজে নামায ও রোযা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে, মানুষ নামায পড়া ও রোযা রাখাকেই ইবাদাত মনে করে। সমাজের চোখে যে নামায পড়ে না কিংবা রোযা রাখে না, কেবল সেই পাপী। অথচ ইসলামের মৌলিক বিধান যাকাত দেওয়া ও পর্দা করা কে মানুষ মোটেই ইবাদাত মনে করে না। বরং নামায যেইরকম ফরজ, তেমনি যাকাত দেওয়া ও ফরজ।
একজন মুসলিমের উপর রোযা রাখা যেমন ফরজ, তেমন পর্দা করাও ফরজ। যাকাত হলো গরীবের হক্ব, ধনীদের মালের ৪০ ভাগের ১ ভাগ গরীবদের কে প্রদান করাই যাকাত। যাকাত সবার উপর ফরজ নয়, কিন্তু পর্দা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। পর্দার দ্বারা নারী পুরুষের অবাধ মেলামেশা,বিকৃতি যৌনচারণ, ফেতনা-ফাসাদ ইত্যাদি সমাজ থেকে লোপ পাবে। যা আমরা অনেক-ই বুঝেও বুঝি না।প্রত্যেক মুমিনকে অবশ্যই এই বিধানগুলো পালন করতে হবে।
এই বিধান অস্বীকার কারী কাফের হিসেবে গণ্য হবে। আসুন আমরা সমাজে নামায ও রোযার মত যাকাত ও পর্দা কে প্রতিষ্ঠিত করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.