![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, আপনার আগমনে ধন্য আমি।
গোলাভরা ধান, গোয়ালে দুধের গাই, পুকুর ভর্তি মাছেই ছন্দে ফিরতেন গ্রামবাসীরা। স্বচ্ছতার সুখ পৌঁছত কৃষকের ঘরেও। আকাল এলে গোলমাল বাঁধত। হাহাকারের অন্ধকার। সে দিন গেছে। গ্রাম বাঁধা পড়েছে শহরে। মান্ধাতার আমলের অর্থনীতি উন্নয়নের প্রশস্ত রাজপথ খুঁজছে। উন্নতর জীবনের হাতছানী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যটা স্পষ্ট। বাজেটে তার ছাপ। দেদার ছাড় দিয়ে রাজকোষ খালি করে হাগতালি কূড়োন নয়। আপসে মন ভোলানো খুশি নয়। দূরের যাত্রায় দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া। প্রতি বছরেই তার ফল ফলবে। মুগ্ধ দেশবাসী নিজেদেরই চিনতে পারবেনা। ভাববে এটা সেই বাংলাদেশ, না অন্যকোন আনন্দলোক। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এর পরের ধাপে ধাপে উন্নত দেশের শরিক হওয়া। তার প্রতীকী আঁচড় এবারের বাজেটে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণা, দ'বছরেই বাংলাদেশে মাথা তুলবে আকাশ ছোঁয়া ১৪২ তলা অট্টালিকা। যা সার্কের অন্য কোথাও নেই। সুখবর ছড়াতে সময় লাগেনা। পৌঁছেছে ইসলামাবাদে। পাকিস্তান বিশ্বাস করতে পারছে কই! দুশ্চিন্তা দানা বাঁধছে। ভাবছে, তাহলে সত্যিই কি বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবেনা।
শুধু ঢাকায় কুলোচ্ছেনা। দরকার আরও একটা মহাসাগরের। পূর্বাচলে হবে সেটা। পরিকল্পনা তৈরির কাজ শুরু আর শেষ সময় ধরে। হচ্ছে, হবে বলে কোনও প্রকল্পই ফেলে রাখা যাবেনা। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সঙ্গে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মানের ব্রুপ্রিন্ট পাকা। কনভেনশন সেন্টারে পাঁচ হাজার লোকের বসার ব্যবস্থা হবে। এসব লোক দেখানো নয়। কর্মসংস্থান, ব্যবসাবাণিজ্য প্রসারের খাতিরে।
খেলাধুলোর সব শাখাতেই যাতে শিশু, কিশোর, যুবারা ছড়িয়ে পড়ে সে দিকে নজর। ক্রিকেট অনেকটা এগিয়েছে। এখন বিশ্বের প্রথম সারিতে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও অর্জন করেছে। তুলনায় অন্যান্য খেলাতেও আগ্রহ বাড়াতে হবে। বাঙালির প্রিয় খেলা ফুটবল। সেখানে পিছিয়ে থাকলে চলে কী করে।
উন্নয়ন ছেলেখেলা নয়। শক্ত ভিত দরকার। ৬৪ জেলা, ৪৮৫ উপজেলা ঘিরে নিখুঁত ডিজিটাল যোগাযোগ। অনলাইন কার্যক্রম এখন সব জায়গায়। অনলাইনে ছ'মাসে লেনদেন ২,৫৭৩ কোটি। মোবাইল গ্রাহক ১৩.০২ কোটি। ইন্টারনেট ব্যবহার ৫,৪৭০ কোটি।
টেলিডেনসিটি ৮৩.০৯ শতাংশ। ইন্টারনেট ডেনসিটি ৩৪.৪০ শতাংশ। বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র যাচাই। সিম-রিম রেজিস্ট্রেশনের কাজ পুরোদমে। রাজস্ব আদায়ের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন। ১৩৭৯.৩৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। ডাক বিভাগ মোবাইল মানি-অর্ডার সার্ভিস, ক্যাশ কার্ড চালু করেছে। ৩,৫০০ ডাক ঘরে পোস্টাল-ই-সেন্টার চালু। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের ঢাকা শহরে ১ লাখ ডিজিটাল লাইন। নতুন হয়েছে আরও ১ লাখ ৩৯ হাজার। ৯৮ টি উপজেলার ১০০৬ টি ইউনিয়নে ৪,৫০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার বসানো গেছে। ৩০০ টি ইউনিয়নকে অপটিক্যাল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। টেলিটক ৩-জি প্রকল্পের আওতায় দেশের ৭ টি বিভাগ। ৬৪ জেলা শহরে ৩-জি চালু দ্রুতলয়ে। এর কৃতিত্ব অনেকটাই হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়ের।
বাংলাদেশ সী-মী-উই-৫ সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের সঙ্গে প্রতিস্থাপন-সংরক্ষণ চুক্তি স্বাক্ষর করেছে। ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য এখন ৬২৫ টাকা মেগাওয়াট। তার পরেও কী গ্রাম শহর থেকে বিচ্ছিন্ন থাকতে পারে। উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার আর কোনও সম্ভাবনা থাকে।
(লেখটি ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার এর "দু'বছরের মধ্যে বাংলাদেশে ১৪২ তলা অট্টালিকা, পাকিস্তান 'জ্বলছে' " শিরোনামে প্রকাশ করা সংবাদ। আমি শুধু শিরোনাম আমার মতো করে দিয়েছি। বাদবাকি সব মিল রেখেছি। সূত্র- bd24live.com)
জানি এই পোষ্টি অনেকের কাছে আমাকে এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সমস্যা নাই। আমার ভাল লাগলো, আমার দেশের খবর অন্য একটা দেশের গণমাধ্যম এত সুন্দর করে প্রকাশ করলো। অথচ;। সংরক্ষণে রাখলাম।
©somewhere in net ltd.