নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযাচিত

যেদিন জানব...!

ঝরনা-কলম

কোনকিছুর সমাপ্তিতে দুঃখবোধ কর না, বরং সুখী হও ব্যাপারটা তোমার জীবনে ঘটেছে !

ঝরনা-কলম › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ করা কথা :|

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ফেসবুকের একটা পেজে নির্মেলেন্দু গুণের 'তোমার চোখ এত লাল কেন?' পড়ছিলাম। কবিতাটি শেয়ার করলাম :)



আমি বলছি না ভালোবাসতেই হবে,

আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,

শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।

বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।



আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক।

আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,

আমি জানি, এই ইলেকট্রিকের যুগ

নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।



আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :

আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,

পাটশাক ভাজার সঙ্গে আরও একটা

তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।

এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।



আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই

কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা খুলে দিক।

কেউ আমাকে কিছু খেতে বলুক।

কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে

জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন?’



সেখানে একজন মন্তব্য করল--



'তোমায় যে ভালোবাসতেই হবে তা নয়,

শুধু বহুদিন পর হঠাত্‍ দেখা হয়ে গেলে

অন্তত একটিবারের জন্য হলেও থমকে যেও!

খুব ভালো থাকলেও মিথ্যে করে বলো ভালো নেই..

তারপর ঘরে ফিরে ঘুরেফিরে বারবার আনমনা হয়ো,

অনেকের মাঝে থেকেও একমুহূর্ত

একা হয়ে আমায় ভেবো..'




পড়েই থমকে গেলাম, কোন দাবী নেই, কোন চাওয়া নেই, শুধু একটু মনে রাখা, দেখা হলে অন্তত যেন চেনে, সামান্য কিছু কথা ...এই তো, খুব বেশি তো না। ভালোবাসা জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু বঞ্চিতদের কি দেয়? যে আগুন আলো দেয় না, অথচ দহন করে, সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে-পলে দগ্ধ হয় কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য কিছু পাগল। /:)

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আমি মুখতার বলেছেন: ek buk koster imo......... :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.