নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযাচিত

যেদিন জানব...!

ঝরনা-কলম

কোনকিছুর সমাপ্তিতে দুঃখবোধ কর না, বরং সুখী হও ব্যাপারটা তোমার জীবনে ঘটেছে !

ঝরনা-কলম › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং ব্যাড --আমার দেখা অন্যতম সেরা থ্রিলার B-)

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

ইদানিং সময়-অসময় বিচার করি না। যখনই সুযোগ পাই, তখনি কোন না কোন মুভি বা টিভি সিরিজ দেখতে বসে যাই।

অনেক সিরিজই দেখেছি, কিন্তু 'Breaking Bad' মত ভালো লাগা আর কোন কিছুতে খুবই কম খুঁজে পেয়েছি। B-)







সিরিজ দেখার পূর্বে সন্দিহান ছিলাম, যে কি এমন সিরিজ সবাই একেবারে ব্রেকিং-জ্বরে আক্রান্ত ! পরে শুরু করলাম, দেখি কয়েকটা এপিসোড । এরপর যে শুরু করলাম, পাগলের মত দেখেই যেতে লাগলাম ...:D







শুরুর কাহিনী খুবই সাধারণ, Walter White, পঞ্চাশোর্ধ একজন হাইস্কুলের কেমিস্ট্রি টিচার, মধ্যবিত্ত পরিবার, আর্থিক অবস্থা ভালো না, বড় ছেলে সেরেব্রাল পালসিতে আক্রান্ত, এদিকে Walter আবার বাবা হতে চলল; এর মাঝে হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ল। এমনিতে তাদের আর্থিক অবস্থা ভাল না, তার উপর পরিবারের হাজারটা দায়িত্ব, সেখানে ক্যান্সারের মত ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে বহন করে একেবারেই অসম্ভব।



Walter কোনকিছুতেই কিছু ভেবে পায় না। এরপরই কাহিনী বাঁক নিতে শুরু করে, যখন সে অন্ধকার জগতে পা বাড়ায়। তার চলার পথে সঙ্গী হয় তারই ex-student Jessie Pinkman



অন্ধকার জগতে আনারী হয়েও একের পর এক মৃত্যুজাল হতে কিভাবে জীবন নিয়ে ফিরে এসেছে, সে না দেখলে বিশ্বাস হয় না :-*





আমি এখানে স্পয়লার দিতে চাচ্ছি না, তাই খুব একটা ডিটেইলসও লিখতে পারছি না। সিরিজে ডায়লগগুলো বেশ ভালো লেগেছে। Jessie খুবই মজার, তবে বেশির ভাগ ভুলগুলো তারই করা ছিল, এবং প্রতিবার Walter তাকে বাঁচায় no-matter-what !









তবে এটা ঠিক, যে একবার অন্ধকার জগতে পা দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা একেবারেই অসম্ভব। এখানে দেখা যায়, অন্ধকার জগত তার সমস্ত কাল ছায়া দিয়ে সবকিছু ছিন্নভিন্ন করে দেয়।





সাউন্ডট্র্যাকগুলোও অসাধারণ ছিল! কাহিনী খুবই সাধারণ পটভূমি থেকে অসাধারণের দিকে মোর নেয়। একের পর এক থ্রিল দিয়ে চলে। এবং প্রতিটা সিরিজ সাংঘাতিক লেভেলের ছিল। সবশেষে সমাপ্তিও ভালো ছিল।

সবমিলায় আমি একে ৯.৭/১০ দিব :)



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

মিশুক - ঢাকা বলেছেন: YO.............

বিপদে আসি ভাই.........পুরা আসক্ত হয়া গেসি..........সিজন- ৩ দেখতাসি, ডাউনলোড হচ্ছে সিজন-৫ + এক্সট্রাজ..............কবে যে শেষ হবে!!!

শেষও করতে মন চায় না; আবার শেষ না কইরাও থাকতে পারতাসিনা। :#> :#> :#> :#> :#>

PEACE...........

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ঝরনা-কলম বলেছেন: সবচেয়ে কষ্টের বিষয়, আমি গল্পটা কখনো নতুন করে শুরু করতে পারব না :'(

২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

পথিক০২১ বলেছেন: It's a good show. Best one is the last season specially last episode. I was almost in tears. Very emotional.

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঝরনা-কলম বলেছেন: আমিও একমত আপনার সাথে :(

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

নীলতিমি বলেছেন: অসাধারন! দেখতে হবে। আইএমডিবি রেটিংও তুঙ্গে ! :) :)

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ঝরনা-কলম বলেছেন: :) :)

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

জনাব মাহাবুব বলেছেন: দেখার আগ্রহ বাইড়া গেল। :-B :-B :-B

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঝরনা-কলম বলেছেন: অবশ্যই দেখবেন :)

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

মোঃ ইসহাক খান বলেছেন: এখনো দেখা হয় নি। তবে চারদিকেই অনেক প্রশংসা শুনছি।

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ঝরনা-কলম বলেছেন: আমিও দেখার আগে প্রচুর প্রশংসা শুনেছি, কিন্তু দেখার পর বুঝতে পেরেছি আসলেই প্রশংসার যোগ্য :)

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারও একই অবস্থা।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

ঝরনা-কলম বলেছেন: :``>>

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

আমিজমিদার বলেছেন: দেখছিরে ভাই, এন্ডিং কাঁপায়া দিসে।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

ঝরনা-কলম বলেছেন: আসলেই ! :)

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

এম মশিউর বলেছেন: দেখতে হবে।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ঝরনা-কলম বলেছেন: অবশ্যই দেখবেন :)

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা খুব জনপ্রিয় একটা সিরিজ বাট কেন জানি আমার তেমন ভালো লাগেনি

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

ঝরনা-কলম বলেছেন: একান্তই আপনার পছন্দের ব্যাপার,
লেখা পড়ার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.