নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

িজ েচতনা

আমি একজন সাধারন মানুষ

িজ েচতনা › বিস্তারিত পোস্টঃ

কিছু মজার তথ্য

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৩

@ ঢাকার ইংরেজি বানান কি জানেন ? DACCA ! ১৯৮২ সালের আগে ঢাকাকে এই নামে ডাকা হতো তবে ১৯৮২ সাল থেকে DHAKA করা হয় ।



@কথায় আছে সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না । কিন্তু আমি যদি বলি নদীর স্রোত শুধু অপেক্ষা নয় পুরো উল্টো চলে ?! হ্যা ১৮১২ সালে ৮.৬ মাত্রার ভূমিকম্পে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্যে উল্টো দিকে প্রবাহিত হয় !



» ১.ক্যাঙ্গারু : ইংরেজরা প্রথম

অস্ট্রেলিয়ার

মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু

প্রাণীটি দেখে স্থানীয় এক

অধিবাসীর

কাছে প্রাণীটির নাম জানতে চায়।

স্থানীয় বাসিন্দা উত্তরে বলে "

ক্যান - গু- রু "

পরবর্তিতে যা "ক্যাঙ্গারু"

শব্দটি ইংরেজি নাম

হিসেবে সবার কাছে পরিচিত লাভ

করে । কিন্তু

মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু

" এই শব্দটির

অর্থ " আমি - বুঝি -নাই '।



@ ও কে : আমেরিকার গৃহযুদ্ধ

কালীন

সময়ে সৈন্যরা যখন কোন প্রকার

ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত

আসত তখন

সেলেট পাথরে বড় করে লিখে রাখত "

0 killed

" ( হতাহত 0 )। সেই থেকেই O.K

শব্দটি প্রচলিত হয়ে আসছে যার

অর্থ সবকিছুই

ঠিকঠাক আছে ।



@গণিত : যদি ১১১.১১১.১১১.

সংখ্যাটিকে ১১১.১১১.১১১.

দিয়ে গুন করা হয়

তাহলে ফলাফল

আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬ .৫৪৩.২১।

@তেলেপোকা:

যদি একটি তেলেপোকার

মাথা কেটে দেহ

থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়

তাহলে সেনয় দিনের

মধ্যে মারা যাবে,

তবে মাথা কেটে ফেলার জন্য নয়,

তার মৃত্যু হবে অনাহারে থাকার

কারণে ।

@গরু :

গরুকে যদি সিড়ি দিয়ে উঠতে দেয়া হয়

তাহলে সে অনায়াসে সিড়ি বেয়ে উঠতে পারবে কিন্তু

নামার সময় সে নামতে পারবে না ।

@মশা : মশার হুল এবং দাত দুটোই

আছে ।

@হাতী : ডাঙার প্রানীদের

মধ্যে একমাত্র

প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।

@মনোরোগ-সংক্রা ন্ত হাসপাতাল :

বিশ্বে সর্বপ্রথম মনোরোগ-

সংক্রান্ তহাসপাতাল

নির্মান করা হয় ইরাকের বাগদাদে ,

৭৯২ সালে।

মন্তব্য ৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১০

খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো।

২| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২২

বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক কিছু নতুন করে জানলাম। তবে সবচেয়ে অবাক হলো তেলাপোকার কথা শুনে।

৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: প্লাস এবং শোকেস :)

৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৬

দূর দ্বীপবাসীণি বলেছেন: ভালো।অনেক কিছু জানা গেলো ।

৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৩

কাঙাল বলেছেন: ধন্যবাদ, ঢাকার ইংরেজী বানানটা বর্তমান রূপে আনেন হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব। আপনার অবগতির জন্য...

৬| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

কাঙাল বলেছেন: অস্ট্রেলিয়ায় ব্রিটিশরা আসার আগে থেকেই সম্ভবত বাঙালীরা আস্তানা গেড়েছিল। কদিন আগে কোন এক পত্রিকায় এমনই এক খবর পড়েছিলাম মনে হয়।

যা হোক, প্রথম ব্রিটিশ যখন ক্যাঙারু প্রাণীটির নাম জানতে চেয়েছিল তখন উত্তর ছিল এরকম.

ক্যান গুরু?

অর্থাৎ কেন গুরু, নাম জানতে চান কেন?

গুরু মানে ওস্তাদ.... সাদা চামড়ার কোন মানুষকে একজন বাঙালী গুরু সম্বোধন করতেই পারেন, হাহাহাহ

৭| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

চারশবিশ বলেছেন: কত্ত কি যে জানার আছে

৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

সাদা রং- বলেছেন: ভালোলাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.