![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশ থেকে আইটি ইনকাম এর উপর আসলেই কি ইনকাম ট্যাক্স আছে?
কারো জানা থাকলে সূত্রসহ শেয়ার করলে উপকৃত হব।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৯
নারিকেল-জিন্জিরা বলেছেন: আপনার প্রশ্নটি ঠিক বুঝা গেল না। ধারনা করছি আপনি আউটসোর্স বা ফ্রীল্যান্সের মাধ্যমে যে আয় তার উপর কর আছে কিনা জানতে চাচ্ছেন। সে ক্ষেত্রে উত্তর হল "না"। আউটসোর্স বা ফ্রীল্যান্সের মাধ্যমে আয়কে সরকার কর আওতামুক্ত রেখেছে ২০১৫ সাল পর্যন্ত। সূত্র: NBR-Income Tax Return Fill-up Guideline for Individual Taxpayer পৃষ্ঠা ২৩-২৫, (থ) এবং (ব)।
১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১
অডি বলেছেন: জ্বী টাকার সোর্স ঠিকই ধরেছেন।
আমার ব্যাংক দাবী করছে, এটাতে ১০-১৫% ট্যাক্স আছে যেটা তারা কেটে আমায় দিবে বলছে?
তাদের দাবীটা কি ঠিক?
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩
নারিকেল-জিন্জিরা বলেছেন: হ্যা, সঠিক। ব্যাংক কিভাবে ট্যাক্স দাবি করছে ঠিক বুজলাম না। কোন ব্যাংক? আপনি কিভাবে টাকা আনছেন? বিস্তারিত বলুন।
১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯
অডি বলেছেন: সুইফট এর মাধ্যমে।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১
নারিকেল-জিন্জিরা বলেছেন: তার মানে আপনি ওয়ার ট্রান্সফার করছেন। এতে আপনি যে ব্যাংকে ট্রান্সফার করছেন তাদের ট্রান্সফার চার্জ থাকতে পারে। তবে সেটা আর যাই হোক ট্যাক্স না। এই চার্জ ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কিছু কম-বেশি হয়। তবে খুব বেশি হওয়ার কথা না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন হল কারেন্সি কনভার্ট। আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তাদের ওয়ার ট্রান্সফার ফি বা চার্জ কত সেটা জানুন আর কারেন্সি যদি ডলার হয় তবে সেটা টাকায় কনভার্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এর যে নিতিমালা আছে সেটা মেনে করছে কিনা তা যাচাই করে দেখতে পারেন।
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
অডি বলেছেন: ব্যাংক'এর চার্জ নাই, এটা ব্যাংক কনফার্ম করেছে। কিন্তু প্রবলেম হল যে অফিসার এটা ডিল করে সে দাবী করছে ১০-১৫% ইনকাম ট্যাক্স কেটে বাকী টাকা সে দিবে।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০
আরমান ফয়সাল বলেছেন: Sixth Sch. part - A no-33 Tax Exempted.But the person shall file income tax return in accordance with the provisions of 75(2)(c) of the ITO-1984
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
অডি বলেছেন: আমি এনবিএর এক্ট এর এই পেজটা তাকে প্রিন্ট দিয়ে দেখইছি। তারপরও সে বলতেছে আইটি প্রফেশনালদের ইনকাম এর উপর ১০-১৫% ট্যাক্স আছে যেটা তাকে কেটে রাখতে হবে।
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
অডি বলেছেন: আমি তাকে এনবিআর এক্ট এর এই পার্টটুকু প্রিন্ট করে দিয়েছি-
I.T. Manual, Part-1 [ 6th Schedule, PART A
1[29. Any income, not exceeding 2[two lakh] taka, chargeable under the head "Agricultural income" of an assessee, being an individual, whose only source of income is agriculture.]
3[[30).***]
4[(31.)***]
5[(31A).***]
6[(31B). ***]
7[(32.)***]
8[32A. Any sum or aggregate of sums received as interest from pensioners' savings certificate or wage earners bond where the total accumulated investment at the end of the relevant income year in such certificate or bond does not exceed taka five lakh.]
9[33. Any income derived from the business of 10[software development or Nationwide Telecommunication Transmission Network (NTTN) or] Information Technology Enabled Services (ITES) for the period from the first day of July, 2008 to the thirtieth day of June, 11[2019]:
Provided that the person shall file income tax return in accordance with the provisions of section 75(2)(c) of the Ordinance.
12[Explanation : Information Technology Enabled Services (ITES) meansDigital Content Development and Management, Animation (both 2D and 3D), Geographic Information Services (GIS), IT Support and Software Maintenance Services, Web Site Services, Business Process Outsourcing, Data entry, Data Processing, Call Centre, Graphics Design (digital service), Search Engine Optimization, Web Listing, E-commerce and Online Shopping, document conversion, imaging and archiving.]
1 Ins. by F.A. 1996 2 Subs. for "fifty thousand taka" by F.A. 2014 3 Subs. by F.A. 2002 subsequently omitted by F.A. 2011 4 Ins. by F.A. 1999 and subsequently omitted by F.A. 2005 5 Ins. by F.A. 2003 and subsequently omitted by F.O. 2007 6 Ins. by F.A. 2004 subsequently omitted by F.A. 2011 7 Omitted by F.A. 2002 8 Ins. by F.A. 2014 9 Ins. paragraph 33, 34, 35, 36, 37, 38, 39, and 40 by F.O. 2008 10 Subs. by F.A. 2014 11 Subs. for "2015" by F.A. 2014 12 Subs. by F.A. 2011
৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
উৎসুক বলেছেন: আপনি প্রত্যেক ওয়ার ট্রান্সফার কপির সাথে একটা Form C সংযুক্ত করবেন, যাতে আপনার এ অর্থের উৎস এবং পারপাস উল্লেখ করবেন outsourcing or freelancing হিসেবে। এর পর আর কোন সমস্যা হওয়ার কথা না। আমারও কিছু same case আছে, IBBL and Brac এর সাথে।
১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
অডি বলেছেন: সি ফরম পূরণ করেছি এবং ফ্রিল্যান্সিং উল্লেখ করেছি। তারপরও সে বলতেছে আইটি প্রফেশনালদের ইনকাম এর উপর ১০-১৫% ট্যাক্স আছে যেটা তাকে কেটে রাখতে হবে।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
আরমান ফয়সাল বলেছেন: Do u have TIN?
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
অডি বলেছেন: জ্বী।
৮| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৬
অডি বলেছেন: ব্যাংক অফিসার দাবী করছে এক্ষেত্রে ইনকাম ট্যাক্স এক্ট এর সেকশন ৫২এ(২) অথবা ৫২এ(৩) প্রয়োগ হবে।
অদ্ভুত তাদের মেধা। তারা টেকনিক্যাল আর প্রফেশনাল সার্ভিস এর সাথে ইনফরমেশন টেকনোলজি গুলিয়ে ফেলে আমাকে পেরেশান করছে। ইনফরমেশন টেকনোলজি'র জন্য আলাদা সেকশন থাকার পরেও কেন তারা এটাকে অন্য টেকনোলজি'র সাথে এক করে দেখছে এটা আমার বোধগম্য না।
৯| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩১
নগর সংগীত বলেছেন: কোনোভাবেই ফ্রিল্যান্সিং বা দেশের বাইরে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর টাকার উপর ট্যাক্স কাটার কথা না। আমি ২টি ব্যাংকে এভাবে ট্যাক্স ছাড়া টাকা পেয়েছি।
আপনার সাথে যে কর্মকর্তা কথা বলেছেন তিনি নিয়মটি জানেননা। আপনি বাংলাদেশ ব্যাংকে বা ওই ব্যাংকের ম্যানেজারকে জানান, ট্যাক্স দিবেননা কোনোভাবেই। যদি এই ব্যাংকে রাজি না হয় তাহলে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিন, অ্যাকাউন্টে টাকা জমা না হয়ে থাকলে কোম্পানিকে বলে দিন টাকাটা অন্য ব্যাংকে দিতে।
১০| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১
অডি বলেছেন: বন্ধুগণ,
অবশেষে টাকাটা আমার একাউন্টএ পেলাম।
আপনাদের ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
ব্রক্ষ্মপূত্র বলেছেন: আইটি ইনকাম টা কিরে দাদা?