![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক এক্সসাইটমেন্ট নিয়ে সামসাং গ্যালাক্সী এস৬ এজ প্রীবুক দিলাম, ১৮ এপ্রিল ডেলিভারী নিলাম, ১৯ তারিখ আনুমানিক সকাল ১১ টা থেকে ব্যবহার শুরু করলাম, সন্ধা থেকেই মোবাইল প্রচন্ডরকম গরম হওয়া শুরু করল। মোবাইল বন্ধ করে ঠান্ডা হওয়ার পর আবার চালু করলাম, দেখলাম ১মিনিট এর মধ্যেই মোবাইল প্রচন্ড গরম হয়ে যায়। সামাসাং হটলাইনে ফোন দিলাম, তারা রিমোটলি সেট দেখে বলল সফটওয়্যার কোন প্রবলেম নেই, তাই আমাকে সাজেষ্ট করল বসুন্ধরায় তাদের কাস্টমার কেয়ার এ সেট টা নিয়ে যাওয়ার জন্য। কাস্টমার কেয়ার অফিসার জানাল, রিপ্লেসমেন্ট ইস্যু করার জন্য যে স্টীকার প্রয়োজন সেটা তারা ওখনও পায়নি। তাই এর জন্য দুইদিন সময় লাগবে। রিপ্লেসমেন্ট ইস্যু প্রক্রিয়াটাও বড়ই অদ্ভুত। কাস্টমার সার্ভিস থেকে আমাকে বক্সটি সীলড করে দিবে, এটা নিয়ে যেই শপ থেকে আমি কিনেছি সেখানে যেতে হবে, তারা তখন আমাকে রিপ্লেস করে দিবে। অবস্থাটা এরকম মনে হচ্ছে আমি তাদের চাকরী করি। তাদের সুবিধামতই আমাকে চলতে হবে।
আজকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম, বলল ১ সপ্তাহ এর মত লাগবে। আমার কষ্ট আর হতাশার কথা জানালাম, তারপরও কিছুই হলনা। সামসাং হটলাইনে ফোন দিলাম, সব কিছুই বললাম, তারা নোট রেখে বলল তারা জানাবে। তিন ঘন্টা পর আবার ফোন দিলাম, আবার নতুন করে পূরো কাহিনী বলতে হল। অদ্ভুত ব্যাপার, ভদ্রলোক আমাকে বলছে, ইলেট্রনিক্স জিনিস যেকোন সময়ই প্রবলেম হতে পারে। আমি বললাম এটা আপনি বুঝেন, আমাকে বুঝাচ্ছেন আপনার কোম্পানী বুঝেনা? প্রিপারেশন ছাড়াই কি ফোন বাজারে নিয়ে আসল?
অনেক এক্সসাইটমেন্ট নিয়ে প্রিবুক দিয়ে সামসাং গ্যালাক্সী এস৬ এজ কিনে পেলাম শুধু হতাশা আর বাজে কাস্টমার সাপোর্ট। দেখলাম একটা বিশ্ব বিখ্যাত কোম্পানী প্রস্তুতি ছাড়াই দায়ীত্বজ্ঞানহীন, কান্ডজ্ঞান্ডহীন ভাবে মোবাইিল বাজারে ছাড়ে।
আপডেট: ২৩/৪/২০১৫ খ্রিস্টাব্দ
তাদের ফোন পেয়ে গেলাম। ১ ঘন্টা বসিয়ে রেখে বলল টেকনিক্যাল কারণে সার্টিফিকেট প্রিন্ট করতে পারছে না। এটা সমাধান করার জন্য তারা ইন্ডিয়া অফিস এর সাথে যোগযোগ করছে কিন্তু এখনও সমাধান আসে নাই। তারা আমার কাছে আর একদিন সময় চাইল।
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
অডি বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সেটটা এভাবে নষ্ট হয়ে যাওয়াটা দুর্ভাগ্য বলা যায় কিন্তু বাকীটা না।
তাদের উচিত ছিল সাথেই সাথেই অথবা একই দিনে আমাকে আরেকটা সেট দেয়া। কিন্তু তাদের কোন প্রিপারেশনই নাই। এটা একটা বাজে ব্যাপার। হাই-ইন্ড সেট বিক্রি করবে কিন্তু সাপোর্ট দেয়ার প্রিপারেশন থাকবে না এটা একদমই ঠিকনা।
২| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩
ঢাকাবাসী বলেছেন: স্যামসাং মৃর্দাবাদ। বিদেশে মায় ভারতেও সামান্য সমস্যাতে সেট পাল্টে দেয়। এর নাম বাংলাদেশ, দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট অশিক্ষিত মানুষের দেশ।পৃথিবীর সবচাইতে অসৎ আমলা আর ব্যাবসায়ীদের দেশ্ ।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬
অডি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
এরাও মনে হচ্ছে পাল্টায় দিবে। কিন্তু অনেক টাইম নিচ্ছে। কারণ তাদের প্রিপারেশন নাই। যেটা হতাশাজনক। পাল্টানোর সিষ্টেমটাও বিরক্তিকর। অযথাই গ্রাহককে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করানো আর সময় নষ্ট।
৩| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি তো স্যামসাং গ্যালাক্সি কিনবো বলে মনস্থির করেছিলাম--- এখন কিনবো কিনা তাই ভাবছি
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬
অডি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপাতত ধীরে-সুস্থে, ভাবনা-চিন্তা করেই বাংলাদেশে হাই-ইন্ড সেট কিনা উচিত। বিশেষ করে প্রীবুক দেয়া খুবই ঝুকি মনে হচ্ছে।
৪| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: আ্যাপেল যদি হয় জিপি.......তাইলে স্যামসাং হইলো টেলিটক.....(সাভর্িস কোয়ালিটির তুলনায়)
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১
অডি বলেছেন: হয়ত ঠিক। আমার এখনও আ্যাপেল ট্রাই করা হয় নাই।
৫| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮
আহলান বলেছেন: টেনশনে পড়ে গেলাম ........
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
অডি বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
জ্বী ভাই। এক্সাইটমেন্ট, প্রয়োজন এর ইন্টারটেইনমেন্ট এর জন্য সেট কিনে এখন পেরেশান হওয়া লাগতাছে।
৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
নীলতিমি বলেছেন: প্রিবুক দিয়ে কোনো ডিভাইস কেনার একদমই মানে হয় না। একটা জিনিস বাজারে নতুন এলো, সেটা কেমন চলছে, মানুষ কী ভাবছে, কেমন রিভিউ পাচ্ছে - ইত্যাদি না দেখে নেয়াটা সত্যিই অনেক বড় বোকামো। !
যেখানে ইন্টারনেটের কল্যানে সব বুঝে শুনে সিদ্ধান্ত নেয়াটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
অডি বলেছেন: আপনার কেন মনে হল প্রীবুকের আগে রিভিউ পাওয়া যায় না?
৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০
নতুন বলেছেন: আইপুন ভালা পাই... সমস্যা কম..
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯
অডি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সামনে হয়ত আইফোনে মোভ করব।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমিও আগে আ্যপেল বিদ্দেশী ছিলাম.....এইচটিসি ভালা পাইতাম......কিন্তু হঠাৎ আমার এইচটিসিটা ভেঙ্গে যাওয়ায় বাধ্য হলে বউএর ফেলে দেয়া আইফোন ৪এসটা ইউজ করলাম......ফলাফল.....৫এস.....৬...ম্যাকবুক রেটিনা.বাজারে আসার প্রথম সপ্তাহেই আমার হাতে......(আমি মোটেও মালদার পার্টিনা, সব বাকিতে কিনে আস্তে আস্তে শোধ করেছি.... )
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪
অডি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
যাদের বউ আইফোন ৪এস ফালায় দেয়, তারা মালদার না হয়ে পারেই না।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: ভালো কইছেন.......তয় জানেনতো আমরা জন্মগত বাঙ্গালী..........আমরা যে যতো গরীব.......তার ফুটানি ততো বেশি.........
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪
নিজাম বলেছেন: দুর্ভাগ্য!!