নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউলা কথন

আসিফ মোহাম্মদ আদনান

আমি ভাই কেউ না!! এই বাংলাদেশে আমার মত আরো প্রায় কোটি খানেক মানুষ আছে। শান্তিতে বাঁচতে চাই। পৃথিবীর আরো প্রায় 600 কোটি মানুষের মতই বেধরক টাইপের স্বার্থপর। কেউ গালি দিলে রাগ করি! আর কেউ রাগ করলে গালি দেই! আরে ভাই দু'দিনের দুনিয়ায় আজ আছি তো কাল নাই।

আসিফ মোহাম্মদ আদনান › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো সমাচার

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

আজ প্রথম আ্লো অনলাইন এ একটি আর্টিকেল ছাপাল বিবিসি থেকে সম্পূর্ণ মেরে দিয়ে।
ভারতের শেষ নরমুন্ডু শিকারিরা
মূল ইংরেজি আর্টিকেলটি ছিল এইখানে
একটি আর্টিকেল অন্য আরেকটির আলোকে লিখাই যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মূল লিখাটির সূত্র দিয়ে দেয়া ভদ্রলোকের কাজ। প্রথম আলো -র কমেন্ট সেকশন এ আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি দৃষ্টি আ্কর্ষনের এই বেপারে, কিন্ত তারা কোনবারই আমার কমেন্ট প্রকাশ করল না।
আমরা যদি প্রথম আ্লো এর মত সংবাদপত্রের কাছ থেকে এই ধরনের চুরি-বিদ্যা শিখি, এই ধরনের নোংরা সাংবাদিকতা যদি তারা করতেই থাকে, তাহলে দেশের শিক্ষা-ব্যবস্থা নিয়ে আর কোন কথাবার্তা না বলাই ভাল।
আপনাদের কারো সাথে যদি প্রথম-আলোর কোন সাংবাদিকএর সাথে পরিচয় থাকে, দয়া করে ওনাদের জানিয়ে দিবেন, কারো লিখা কপি করলে অন্তত যেন মূল লিখার সূত্র দিয়ে দেয়া হয়; এতে মূল লিখকের প্রতি ও সম্মান জানানো হয়, সাথে নিজের এবং নিজেদেরও সম্মান করা হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

আজম খান বলেছেন: "এককালের নরমুণ্ডু শিকারি কোন্যাক নাগাদের জীবনগাথা নিয়ে বিবিসি অবলম্বনে এই ফটো ফিচার।" ------ this is written on the first paragraph of the article.
Thanks.

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬

অদ্ভুত সাহাল বলেছেন: ভাইজান প্রথম আলোর প্রথম প্যারার শেষ লাইন টা মে বি মিস করে গেছেন :| ;)

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

আসিফ মোহাম্মদ আদনান বলেছেন: ঠিক, প্রথম প‌্যারার শেষ লাইন মিস করেছি। কারন এইটা মনে হয় পরে যোগ করা হয়েছে। দেরিতে হলেও শোধরানোর জন্য ওনাদের ধন্যবাদ। মূল সূত্র কিংবা মূলসূত্রের লিংক আলাদাভাবে দিতে সমস্যা কোথায়। তাছাড়া্‌ আরেকটি কথা, "বিবিসি অবলম্বনে" মানে দাড়ায় বিবিসি যা লিখেছে তার উপর ভিত্তি করে লিখা, তাই নয় কি? কিন্ত প্রথমআলোর লিখা পড়ে দেখা যাবে তা পুরোপুরি অনুবাদ করে লিখা। এই কি আমরা চাই? নাকি এতটুকুই আমাদের দৌড়? একটু সময় দিয়ে কি এইটা নিজের ভাষায় ভাবানুবাদ করা যেত না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.