![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে যখন প্রথম আসি তখন রাগ ইমন বলতে সব পোলাপান ফিট! আমার তৎকালীন ছোটভাই বর্তমানে ছোটবোন ও ঐসব নৃত্য শিল্পীদের মধ্যে অন্যতম। আমি প্রথম থেকেই নাকউচা ব্লগার হিসেবে নিজেকে দেখতে ভালবাসি। তারপরও চানাচুর তাকে ইমন কাকা ডাকছে তাই আমি ২/১টা কমেন্ট করলাম কয়েকটা পোস্টে। সে আমার কমেন্টের রিপ্লাই দিলো না! সে দুঃখ আমি আজও ভুলতে পারি নি
যখন আমার আশকা সিরিজ লিখলাম তখন সাইফুর ভাই প্রায়ই বলতো, ইমন আপু এই বলছে তোমার পোস্ট নিয়ে তাই বলছে তোমার পোস্ট নিয়ে তখন দুঃখটা ভুলতে চেষ্টা করেছি কিন্তু পারি নি আজও একবার ঝোকের বসে ব্লগ ছাড়তে চেয়েছিলাম তখন শুনেছিলাম ইমন আপু আমার নাম্বার খুজছে আমাকে শান্তণা বানী শোনাবে বলে কিন্তু সে তাও করে নি। আমি আজও তার তেলের অপেক্ষায় আছি
শেষ অভিযোগ সে কিছুদিন আগে বিয়ে করেছে অথচ আমাদের আওয়াত দেয় নি! আমরা তো যেতামই না শুধু মুখে দাওয়াতটা শুনে খুশি হতাম। কিন্তু সে তা করে নি।
ইমন আপু হয়তো আমাদের ভুলতে পারেন তবে আমরা পারি না তাই আপুকে জন্মদিনের শুভেচ্ছা
কৃতজ্ঞতা: সাইফুর ভাই
২| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪
সীমান্ত আহমেদ বলেছেন: শুভ জন্মদিন রাগ ইমন আপুকে।
৩| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫
আবু সালেহ বলেছেন:
আউলা ভাই আপনার সাথে ১০০% সহমত পোষন করছি.....
শুভ জন্মদিন....ইমন আপু....
৪| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫
অ্যামাটার বলেছেন: অনেক শুভেচ্ছা।
৫| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৬
সাইফুর বলেছেন: ইমন আপুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা
৬| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৭
লেখাজোকা শামীম বলেছেন: রাগ ইমনরে
৭| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৭
টোনা বলেছেন: এই পোস্টে মাইনাস দিলো কে ??
৮| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৯
প্রশান্ত শিমুল বলেছেন: আহারে ,,বুলতে পারিনা,,,
৯| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩০
রায়হান(তন্ময়) বলেছেন: রাগ ইমন আপুর জন্মদিনে শুভেচ্ছা....
আউলাকে ধন্যবাদ।
১০| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩১
তানজু রাহমান বলেছেন: তুমি অপেক্ষা করতে থাকো ...
আমি ইমন আপুকে জন্মদিনের হ্যাপি উইশ জানাই
১১| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩১
নাজনীন খলিল বলেছেন:
রাগ ইমনকে জন্মদিনের শুভেচ্ছা।
আর তোমার জন্য অ-----নে-----ক------শুভেচ্ছা সহ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১২| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
আহমেদ রাকিব বলেছেন: রায়হান(তন্ময়) বলেছেন: রাগ ইমন আপুর জন্মদিনে শুভেচ্ছা....
আউলাকে ধন্যবাদ।
১৩| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৪
টুশকি বলেছেন: হ্যাপি হ্যাপি বাড্ডে!
জন্মদিনে ইমন আপুর রাগ কমুক
১৪| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৪
~স্বপ্নজয়~ বলেছেন: শুভ জন্মদিন রাগ ইমন
১৫| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৫
টোনা বলেছেন: আর এইটা জন্মদিনের পোস্ট .. কে কি করসে , সেই কথা এইখানে তুলতেসেন ক্যান ... না সব জায়গা তিতা না করলে হয় না ??
১৬| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
বুমবুম বলেছেন: Koi je gelo she...tare to r dekhi na....jhaula kamon acho?(mobile boila bangla type korte parlam na)
১৭| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
_তানজীর_ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা!
১৮| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
বৃত্তবন্দী বলেছেন: হেপ্পি বাড্ডে টু...
১৯| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪০
অমাবশ্যার চাঁদ বলেছেন: শুভ জন্মদিন রাগ ইমন। পোস্ট দেয়ার জন্য আউলাপিকে ধন্যবাদ।
২০| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪২
পানকৌড়ি বলেছেন:
অনেক শুভেচ্ছা
২১| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
চাচামিঞা বলেছেন: রাগ ইমনকে জন্মদিনের শুভেচ্ছা।
২২| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
সাইফুর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা পোষ্টে এসব খোচাখুচি না করলেই কি হয় না?
২৩| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
একরামুল হক শামীম বলেছেন: রাগ ইমন আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
অ্যানিমেটেড ছবিটার কৃতজ্ঞতায় সাইফুর ভাইয়ের নাম দিস নি কেন???
২৪| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯
রাতমজুর বলেছেন:
আউলি, ক্লিন সুইপ দরকার বোধ হয়, বাজে মন্তব্য গুলো মানায় না এই পোষ্টে।
শুভ জন্মদিন দুজনকেই।
২৫| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯
একজন সুখীমানুষ বলেছেন:
রাগ ইমন আপুর জন্মদিনে শুভেচ্ছা....
২৬| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:০২
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রাগই আপু।
আর ধন্যবাদ নাকউচা আউলা কে আর সাকি কে
২৭| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৫
আউলা বলেছেন: নেগেটিভ কমেন্টগুলো মুছে দিলাম।
২৮| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শুভ জন্মদিন ।
২৯| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৬
আইরিন সুলতানা বলেছেন:
যাক, এইবার যদি ইমন আফা দুই/তিন কেজির একটা বার্থ ডে কেক পাঠায় আউলা'র ঠিকানায় ...
আমরা কিন্তু কেক খাওয়ার লাইনে আছি ...
৩০| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:২০
দূরন্ত বলেছেন: শুভ জন্মদিন ইমন আপু
( লাইনে দাড়ালাম। দেখি কেক-কুক দেয় কিনা )
পোস্টের জন্য আউলাকে অসংখ্য ধন্যবাদ।
৩১| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৭
নাজনীন খলিল বলেছেন: আউলাকে এমনি এমনি ধন্যবাদ দেওয়া যাবেনা ।পার্টির উদ্যোক্তাকেই কেক-কুকের ব্যবস্থা করতে হবে।
৩২| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: সাইফুর সাব আসলেই কামের লোক
ভালো জিনিষ বানাইছে!
৩৩| ৩০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৬
রাগ ইমন বলেছেন: আউলা খালা, তোমার সিনেমায় এত অডিশন দিয়াও চান্স পাইলাম না । তানজু আর জেলীবুর পলিট্রিক্সে টিভি আর যে কে এল এম এন , কিছহুই হইতে পারলাম না, বুঝো না , এ আমার অভিমান ।
এ আমার দ্ব্যর্থ প্রেমের ব্যর্থ গাঁথা ! ( কান্দা কাটি ইমো)
খালা, একটা কাজের মেয়ের পাট ও কি পামু না ?
কি তেল মারুম কন, অলিভ, সরিষা নাকি খাঁটি পাম ওয়েল ?
সব দোষ আমার। আমি স্বীকার যাইলাম । আমারে শাস্তি স্বরুপ চিকন মিয়ার লগে লায়িকার পাট দেওয়া হউক !
৩৪| ৩০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২১
রাগ ইমন বলেছেন: প্রিয় আউলা মণি, শাওন ৩৫০৭, সীমান্ত, আবু সালেহ, অ্যামেটার, টুলটুল, লেজো শামীম, টোনা, শিমুল, রায়হান, তানজু , নাজনীন আপা, রাকিব, টুশকি, স্বপ্নজয়, বুমবুম, তানজীর, বৃত্তবন্দী , অমাবশ্যার চাঁদ, পানকৌড়ি, চাচামিয়া, খেকু, রামু, সুখী ভাই, রাবৃশব্দ , একলব্যের পুনর্জন্ম, দুরন্ত, আরাফাত, আইরিন--- সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ।
অনেক অনেক ভালোবাসা সকলের জন্য ।
৩৫| ৩০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: শুভ জন্মদিন
৩৬| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০১
শাওন৩৫০৪ বলেছেন: আহারে, এই পোষ্টে আইসা আমার রোল নাম্বার আর তিন ঘর পিছাইয়া গেলো....আহ..আহ..মনডা ভাইঙ্গা গেলো...
৩৭| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১৭
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা
সরিইইইইইইইইইইইইইই
৩৮| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪২
কঁাকন বলেছেন: শুধুমাত্র আপনারমতন স্বনামধন্য চিত্রপরিচালককে তার বিয়েতে দাওয়াত না দেয়ার অপরাধেই তো তার ৩ মাসের ফাসি হওয়া উচিৎ অন্য অভিযোগের কথা বাদ ই দেন
৩৯| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৯
রোবোট বলেছেন: খালারে পিলাচ। ফাটাফাটি পোস্ট। পুরা হাহাপগে।
৪০| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩
বাবুই বলেছেন: আউলা কে বানাইল রে!
রাগ ইমনরে মাইনাচ।
কেক-কুক না খাওয়ানোর জন্য!
৪১| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৪
কাব্য বলেছেন: আইরিন সুলতানা বলেছেন:
যাক, এইবার যদি ইমন আফা দুই/তিন কেজির একটা বার্থ ডে কেক পাঠায় আউলা'র ঠিকানায় ...
আমরা কিন্তু কেক খাওয়ার লাইনে আছি ...
৪২| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
মুক্ত বয়ান বলেছেন: ঘটনা কি আফা??
আফনে দেখি দুইন্নার সকল ব্লগারের উপ্রে চেতা!!!
কুনদিন জানি সবতে মিল্লা আফনেরে কুরবানি দেয় ব্লগে!!!!
আর, ইমন আপুরে শুভেচ্ছা।
কেক্কুক তো খাওয়াবেন্না, তাই আপাতত খালি মুখেই শুভেচ্ছা জানাইলাম।
৪৩| ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২
অন্ধ দাঁড়কাক বলেছেন: রাগ ইমনকে জন্মদিনের শুভেচ্ছা। আমি ব্লগে কমেন্ট করা শুরু করার পরে দেখি আমার এক ব্যাচমেটও এখানে লিখে। তো সে আমারে উপদেশ দিলো, ভালো লেখা পড়তে চাইলে এদের এদের লেখা পড়বা। এই এদের মধ্যে একজন হচ্ছেন রাগ ইমন।
আপনার বি্যে হয়ে যাওয়ায় আর লেখালেখি কমে যাওয়ায় কিন্চিত দু:খিত হইলাম।
৪৪| ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬
তায়েফ আহমাদ বলেছেন: /*শাওন৩৫০৪ বলেছেন: আপনের অভিযোগ?? এ কি আর কোনো কালে শেষ হবার নয়??
মুক্ত বয়ান বলেছেন: ঘটনা কি আফা??
আফনে দেখি দুইন্নার সকল ব্লগারের উপ্রে চেতা!!!
কুনদিন জানি সবতে মিল্লা আফনেরে কুরবানি দেয় ব্লগে!!!! */
কঠিন সহমত।
আর রাগ ইমনের জন্য শুভেচ্ছা।
৪৫| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪০
অন্যরকম বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!!!!!!
অণেক খাওয়া বাকি আছে রাগাপুর কাছ থেকে! বিয়ার দাওয়াত, জন্মদিনের কেক কুক, বিবাহ বার্ষিকি,........ পরেরগুলা আসার আগে এইগুলা আগে ক্লীয়ার করা চাই!
৪৬| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আপনে দেখি রিপ্লাই দেন না কুনো!
দিনে দিনে স্টার ব্লগার হইতেছেন মনে হয়!
৪৭| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৫
আকাশনীল বলেছেন: ইমনাপুরে জন্মদিনের শুভেচ্ছা
৪৮| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৯
আউলা বলেছেন: সবাইকে ধন্যবাদ
৪৯| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
হনলুলু বলেছেন: রাগ আপু কে জন্মদিনের শুভেচ্ছা ....
৫০| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:৩১
নিবিড় অভ্র বলেছেন: @ ব্লগার রাগ ইমন আপু আপনাকে অনেক শুভেচ্ছা
@ আউলাপ্পি.... এই পোস্টে কে মাইনাচ দিছে
৫১| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮
ভুরিদত্ত বলেছেন: আপনার রাগ ইমন আপু পোলাপানদের ফিট করে দেয়? ভারি চিন্তার কতা!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪
শাওন৩৫০৪ বলেছেন: আপনের অভিযোগ?? এ কি আর কোনো কালে শেষ হবার নয়??
রাগ ইমন আপুর জন্মদিনে শুভেচ্ছা....
আউলাকে ধন্যবাদ।