নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণী

সাধারন চিন্তার সাধারন যুবক । মনে হিজিবিজি যা আসে তাই বলি এবং বলার চেষ্টা করি।

অণী › বিস্তারিত পোস্টঃ

চান্দিছিলা মুরগি এবং আমরা

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১

শুনেছি বাঙালি একাই একশ হয়। কিন্তু একশ বাঙালি, কখনোই এক হতে পারে না। চান্দি-ছিলা মুরগির মতো ঘিলু নিয়ে, এই বাঙালি জাতি জীবনেও এক হতে পারবে না।

শতাংশের হিসাবে, ১০০ জনের মধ্যে ৪৯ জনকে শিক্ষার নাম দিয়ে যা শিখানো হবে তাই চোখ-কান বুঝে বিশ্বাস করবে। জীবনের বাস্তবতা শিক্ষা হতে আরম্ভ করে মৌলিক শিক্ষা পর্যন্ত। পরবর্তী সময়ে ঐ আগের ৪৯ জনকে দেখে, ৪৯টা নতুন ক্লোন মুরগি কপি-পেস্ট দিয়ে তৈরি হবে। আর বাকি যে ২ অভাগা থাকবে, তাদের মধ্যে একজন সারা জীবন বেকারভাবে দার্শনিক হয়ে ঘুরে বেড়াবে। আর অপরজন হবে সেই রকম কুটিল বুদ্ধির অধিকারী। তার কাজ হবে শুধু সবার জীবনে প্যাঁচমারা। যাতে বাকি সবার জীবন ছানাবড়া হয়ে যায়।

এক্ষেত্রে, দার্শনিকের জীবনই সবচেয়ে সেরা। বেকার মানুষ। এমনিতেই টাকাপয়সা-কাজকাম নাই। সে এমনিতেই প্যাঁচের মধ্যে থাকে। আর কতো প্যাঁচে পড়বে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.