![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো এবং আঁধার দুইটি ফিক্সনাল ক্যারেক্টার। ধারাবাহিক কবিতা গুচ্ছের প্রথম কিস্তি।
"আলো এবং আঁধার"
অন্ধকারে আছি আমি, থাকবো অন্ধকারে,
যতোই দেখাও আলোর আভা, রইবো ঠিকই পড়ে।
অন্ধকারে জন্ম আমার, অন্ধকারেই মরন,
যতোই দেখাও লোভ আমায়, করবো আমি বারন।
যেভাবে আছি, সুখেই আছি, ভালোই আছি বেশ,
ছুটছি আমি আঁধারের পিছে, যার নেইতো কোন শেষ।
আলোর যুগের সহচর আমি, আঁধারের আমি সখা,
যে আঁধার আমায় করেছে যতন, তারই স্বার্থে রাতজাগা।
জীবন মানেই আলোর খেলা? করলাম আলোকে বরণ,
আঁধার ছাড়া আলোর খেলা? ব্যার্থতা হবে চরম।
আলো-আঁধার দুই সহোদর, মুদ্রার এপিঠ-ওপিঠ,
যেখানেই চলুক আলোর মেলা, তা রয়েছে আঁধারের সহিত।
২৬ শে মে, ২০১৫ সকাল ৮:৫৮
অণী বলেছেন: ধন্যবাদ। পরের কিস্তি আসছে শীঘ্রই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ রাত ৯:০০
জেন রসি বলেছেন: পোলারিটি।
ভালো লেগেছে।