![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের তুলনায়, গতিদানবের ক্ষমতা বড়ই নগন্য। গতিদানব তার গতি কমাতে বাধ্য হলেও, সময়ের বেগ খুব সহজে ক্ষয় যোগ্য নয়। জ্যামিতিকভাবে, সময়ের গতি শুধুমাত্র বৃদ্ধি পেতে থাকবে এবং অদুর ভবিষ্যতে, গতিদানবকে পূর্ণরূপে গ্রাস করবে।
মনুষ্য গোত্রীয় প্রাণীদের, নিরব দর্শকের মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই করবার নেই। তারা ভারাক্রান্ত হৃদয় এবং শূন্যহাত নিয়ে পর্যবেক্ষন করবে। একটা সময় আসবে, যখন তারা খুবই গভীরভাবে পর্যবেক্ষন করতে আগ্রহী হবে এবং একাকী দেখতে থাকবে সময়ের অবক্ষয়।
©somewhere in net ltd.