নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অণী

সাধারন চিন্তার সাধারন যুবক । মনে হিজিবিজি যা আসে তাই বলি এবং বলার চেষ্টা করি।

অণী › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত এক অভিজ্ঞতা

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

আমার এই ছোট্ট জীবনে, কখনো কাউকে কষ্ট দিতে চেষ্টা করিনি। আজ পর্যন্ত কাউকে গালি পর্যন্ত দেয়নি। সবাই আমাকে, খুবই ভাল একটা সরল-সোজা ছেলে হিসেবে চেনে। আমার ভাল ব্যবহারের জন্য আমাকে, এখনো বন্ধু মহলে অনেকই "হাফ-লেডিস" বলে উপহাস করে। যদিও তা নিয়ে আমার একটুও দুঃখ নেই। এখনো মামা-খালারা আমাকে, তাদের সন্তানদের সামনে উধারণ হিসেবে উপস্থাপন করে (আমার প্রয়াত আব্বু, তার আব্বা-আম্মার একমাত্র সন্তান ছিলেন)। তবে আজকে যা করলাম, তা আগে কখনো করিনি। আজকে প্রথম, একজন মানুষকে ঠকালাম। খুব কঠিন ভাবে না, খুবই সুক্ষ ভাবে।

একটা কথা পাঠকদের আশ্বস্ত করে বলতে পারি; যাকে ঠকালাম, তার কোন প্রকারেরই ক্ষতি হচ্ছে না অথবা ভবিষ্যতেও হবে না। সে খুব স্বাভাবিক ভাবেই তার জীবন পার করে যেতে পারবে। কিন্তু, আমি কি ঠিক মতো বাঁচতে পারবো? সম্ভবত, আজ রাতে ঠিক মতো ঘুমাতেও পারব না। বিষয়টা ৫ বা ৫০০ টাকার নয়। বিষয়টা জীবন-মরনেরও নয়। বিষয়টা হচ্ছে নিজের আত্মসম্মানের। আজকে আমি নিজের চোখের কাছে, নিজেই অনেক ছোট হয়ে গেলাম।

ভেবেছিলাম বোধহয়, আমার তেমন কিছু একটা মনে হবে না। ভেবেছিলাম বোধহয়, দু-এক ঘণ্টা পরেই, আমি স্বাভাবিক হয়ে যাব। কিন্তু, সে ধারণা আমার পরোপুরি ভুল। ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছি। ঠিকমতো শরীরে আমি বল খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরে খুব বড় একটা শূন্যতা অনুভব করছি। ক্রমানয়ে মাথার মধ্যে একটা ঝিঝি পোকা ডেকে চলেছে। কেমন করে যেন, শূন্যতাটা বেড়েই চলছে। মনেহচ্ছে, এই অদ্ভুত শূন্যতা আমার সমস্ত শরীর গ্রাস করে ফেলবে এবং আমি এক অন্ধকার জগতে হারিয়ে যাবো।

## আমার জানামতে, ব্লগ হচ্ছে মনের ভাব প্রকাশের স্থান। সেটা যেকোন ধরনের মার্জিত ভাব হতে পারে। অনেক সময় ধরে চুপচাপ ছিলাম তাই খুব খারাপ লাগছিলো। মনের কথা লিখতে পেরে এখন একটু ভাল লাগছে। জীবনের বেশ একটা কমপ্লেক্স সময় অতিবাহিত করছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে একটা অনুরোধ রইলো। যদি হাতে সময় থাকে তাহলে, আমার এবং আমার পরিবারের জন্য সবাই একটু দুয়া/প্রার্থনা করবেন। যাতে সব ঝামেলা কাটিয়ে উঠতে পারি, যাতে জীবন যুদ্ধে পরাজিত না হই। শুভ রাত্রি। - অণী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬

রাসেল বলেছেন: Dear Sir, I am appreciated at you. Pray your all time success with your honesty. Thanks.

২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৪

নতুন বলেছেন: সবার সাথে সেয়ার করতে পারেন ভাবনা। অনেকেই পাবেন পাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.