![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
দোকান ঘরে শুয়ে আছি। বিছানা বলতে নিচে একটা কাথা আর বিছানার চাদর। শরীরের উপর পাতলা এক কম্বল যা ফুটপাতে ২০০ টাকা করে বিক্রয় করে। রাত বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে। মনে কষ্ঠ পাচ্ছি এই ভেবে যে বাবা প্রতি রাতে এভাবে রাত কাটান। আমাদের জন্য উনি কতটা ত্যাগ স্বীকার করে চলছেন ভাবতেই মনের অজান্তে চোখে জল চলে আসছে।
রাত বাড়তে থাকে, শীতের তীব্রতা বারতে থাকে। এক সময়ে শীতের তীব্রতা এত বেশি হয়ে যায় আমি কাপতে থাকি। মা সম্ববত সবই টের পান। রাত ১২ টাই তিনি ফোন করে জানতে চাইলেন কিভাবে শুয়েছি। আমি আমার অবস্তা জানালাম। বাবাও সম্ববত কথাগুলো শুনছিলেন। তিনি মাকে বলতেছেন, " আমি আগেই ভেবেছিলাম, তোমার গাধা ছেলের মাথায় এটা যাবেনা যে দোকানে একটা লেপ আছে"
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আসাদ রুবেল এআর বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।