![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।
যারা বলছেন শাহ্বাগের আন্দোলনটি বেশি হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার কথা হলঃ
জামায়াত যদি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার মত অন্যায় দাবি আদায়ের জন্য টানা হরতাল করতে পারে, গাড়ি ভাংচুর করতে পারে, পুলিশ পিটাতে পারে, তাহলে আমরা কেন এই ঘাতকদের বিচারের ন্যায় সঙ্গত দাবিতে হরতাল বা কোন সহিংস পথে না গিয়ে শুধু মাত্র শাহ্বাগ চত্তরে বসতে পারব না। আমরা তো কোন সহিংস আচরন বা গাড়ি ভাংচুর করছি না। তাহলে কেন একটু কষ্ট মেনে নিতে পারছেন না??? আমরা কি একটু বেশি গান্ধী বাদি হয়ে যাচ্ছি???
©somewhere in net ltd.