নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস

অর্ক মুক্তমনা

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।

অর্ক মুক্তমনা › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ (সঃ) এর লং মার্চ

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

লং মার্চ শব্দটি পরিচিতি পায় ১৯৩৫ সালে মাও-সে-তুং এর লং মার্চ কর্মসুচির মধ্য দিয়ে।লং মার্চ মুলত করা হয় আন্দোলন করে কোন দাবি আদায় করার জন্য। যেটা ফেফাযত ইসলাম করতেছে।

হেফাযতে ইসলামের ৫ তারিখে লালবাগের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে হেফাযতের নেতারা বলেন লং মার্চ কর্মসুচি এর আগে মুহাম্মদ (সঃ) নাকি করেছেন। মুহাম্মদ (সঃ) মক্কা থেকে মদিনা লং মার্চ করেছেন, অনেক বার।

মুহাম্মদ (সঃ) যদি লং মার্চ কুরে থাকেন তবে সেটা কোন দাবি, কাদের কাছ থেকে আদায়ের জন্য করেছেন???

এবং সেটা নশ্চয় লং মার্চ নাম নিয়ে আন্দোলন করেনি??

সে আন্দোলনের নিশ্চয় কোন আরবি নাম থাকবে। হেফাযত তাহলে কেন সে নামটি ব্যাবহার করল না??? তারা মাও-সে-তুং এর দেয়া লং মার্চ নাম ব্যাবহার করল। তবে তাদের কি নবির প্রেমে ঘাটতি আছে???

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

মুহাই বলেছেন: যে ব্যক্তি জেনেশুনে নবীজীর নামে মিথ্যে বলে সে তার অবস্হান জাহান্নামে ঠিক করে নেয় ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

ফাহীম দেওয়ান বলেছেন: সত্যিকারের নবী প্রেম থাকলে হয় শুধু নবী (সাঃ) এর অবমাননার বিচার চাইতো, সাথে নারী অবমাননাকর কোন দাবী করতো না।

আর সবচেয়ে বড় কথা নবী প্রেম থাকলে জামাত-শিবির কে নিষিদ্ধ করার দাবী টা আনা হলো না কেন?

গন হারে নাস্তিক মুরতাদ বলার অধিকার কে দিয়েছে তাদের।
ইসলাম কি তারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে।।
যখন তখন যেভাবে খুশি স্বার্থ হাসিলে ব্যাবহার করবে ??

মনে সন্দেহ হয় এতো বয়ষ্ক মুরুব্বিরা শেষ বয়সে কোন অশুভ শক্তির দ্বারা রোগাক্রান্ত হয়ে শুধু মাত্র নিজেদের কোন অপুর্ণ খায়েশ মিটাতেই ধর্ম ভীরু মানুষ গুলোকে মিসগাইড করলো। এতো বড় সমাবেশ আর কখনো হবে কিনা জানি না। কিন্তু এই সমাবেশের গায়ে কলঙ্ক লেপনের দায় এই মুরুব্বিদের ই নিতে হবে।

আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত করুন। শান্তির ধর্ম ইসলাম যেনো এমন মুরুব্বিদের কোন ভুলের কারনে কারো কাছে অশান্তির ধর্ম বলে বিবেচিত না হয়। আমি বিশ্বাস কতি স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই এর হেফাযেত করেছেন, করছেন এবং করবেন।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.