নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস

অর্ক মুক্তমনা

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি।

অর্ক মুক্তমনা › বিস্তারিত পোস্টঃ

যে কারনে হেফাযত ধন্যবাদ প্রাপ্য :|

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

হেফাযতে ইসলামের বর্তমান আন্দোলনের মুল দাবি ছিল যারা রাসুল (সঃ) কটুক্তি করেছে, ইসলাম ধর্মকে অবমাননা করেছে তাদের বিচার চাওয়া। এই দাবির সাথে দেশের প্রায় সব মুসলিম জনগোষ্টি সমর্থন ও সহযোগিতা করেছে।কিন্তু তাদের দাবির সংখ্যায় যখন আরো কিছু অসম্ভব দফা যোগ হল তখন আমরা সঙ্কিত হলাম।তারা যখন মুল দাবির সাথে নারী পুরুষের প্রকাশ্য চলাফেরা, ভাষ্কর্য অপসারন, মিশনারি বন্ধ করা সহ আরো কিছু আতঙ্কিত হওয়ার মত দাবি যোগ করেছে যেটা তাদের ধর্মিয় গোঁড়ামি মনোভাব প্রকাশ করে।

আমরা আর যাই হোক কোন গোঁড়া শাসন চাই না।

আমদের বাংলাদেশ হচ্ছে অসম্ভবকে সম্ভব করার দেশ। হেফাযতে ইসলাম তাদের এই গোঁড়া মনোভাব শুরুতেই প্রকাশ না করত তাহলে তাদের জন সমর্থন এখন তুঙ্গে থাকত যেটা রাজনৈতিক ভাবে তাদের অনেক দুরে নিয়ে যেত। যেটা দেশের জন্য মঙ্গল জনক কোন ফল নিয়ে আসত না।

এজন্য শুরুতেই হেফাযতের অবস্থান পরিস্কার করার জন্য তারা ধন্যবাদ প্রাপ্য, আমরা তাদের শুরুতেই প্রত্যাখান করতে পেরেছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

সরদার হারুন বলেছেন: হে তালেবানের অনসারিরা আপনাদের " বিদায়ী সালাম জানাই" দয়করে আফগান গিয়ে ঘরে আসুন।
রসুলের উপর করো খারাপ মন্তব্যের জবাব আমরা সবাই মিলে দিব।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

taarokaraawaj বলেছেন: নারী পুরুষের অবাধ মেলামেশা মানে এই নয় যে, আপনার সাথে আপনার মা-বোন-কন্যা চলাফেরা করতে পারবে না। অবাধ মেলামেশা হলো আপনে আপনার স্ত্রী বা বান্ধবীকে নিয়ে নির্লজ্জভাবে, বে-শরমভাবে চলাফেরা করা।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

অর্ক মুক্তমনা বলেছেন: এখন তারা কি মানে করল তা যদি তাফসির করে নিতে হয় তাহলে তো যে যার মত তাফসির করে নেবে, সুতারাং দাবিটা বিতর্কিত ভাবে না কলেই পারত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.