![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(প্রসাদ ভোজনের পূর্বে কীর্তনীয়)
মহাপ্রসাদে গোবিন্দে নাম-ব্রহ্মণি বৈষ্ণবে।
স্বল্পপূন্যবতাং রাজন্ বিশ্বাস নৈব জায়তে।।
শরীরঅবিদ্যাজাল,জড়েন্দ্রিয় তাহে কাল,
জীবে ফেলে বিষয় সাগরে।
তার মধ্যে জিহ্বা অতি,লোভময় সুদর্মতি,
তাকে জেতা কঠিন সংসারে।।
কৃষ্ণবড় দয়াময়,করিবারে জিহ্বা জয়,
স্বপ্রসাদ অন্ন দিলা ভাই।
সেই অন্নামৃত পাও,রাধাকৃষ্ণ গুণ গাও,
প্রেমে ডাক চৈতন্য -নিতাই।।
©somewhere in net ltd.