![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো চিন্ময়ী রুপ ধরে আয়
মৃণ্ময়ী রুপ তোর পূজি শ্রী দুর্গা
তাই দুর্গতি ঘুচিল না হায়।
হে মহাশক্তির হয় না বিসর্জন
অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ
মন্দিরে দুর্গে রহে না যে বন্দী
সেই দুর্গারে দেশ চায়।
আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরব্রহ্মাময়ী
শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু
হব না কি বিশ্বজয়ী ?
এ পূজা বিলাস সংহার কর
যদি পুত্র শক্তি নাহি পায়।
(কাজী নজরুল ইসলাম) সংকলিত
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১
মেজদা বলেছেন: যিনি ভবানী-তিনিই শিবানী।