নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাদের শ্রেষ্ঠ প্রতিমা হব......\n\nআমি পৃথিবীর কবি/ ছদ্মবেশী সম্রাট/ জলজ প্রজাপতি/ উইকিপিডিয়ার বুড়ো/ বাংলার নব প্রভাকর/ পরিব্রাজক/ তিমির হন্তারক/আগুন পাখি / বিষাদ পাখি .../ ভালোবাসিতে এসেছি ভালোবাসা পাবার প্রত্যাশি নই ...

অভিলাষ মাহমুদ বাকলিয়া

অভিলাষ মাহমুদ / এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর/ বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম।

অভিলাষ মাহমুদ বাকলিয়া › বিস্তারিত পোস্টঃ

সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮


অভিলাষ মাহমুদ । লেখালেখির জন্য হাসিমুখে ব্যঙ্গ-বিদ্রুপ মেনে নিয়েছেন; সয়েছেন নানান জনের নানা ভৎসনা লেখালেখির জন্য এমনই এক অন্তঃপ্রাণ ব্যক্তি কবি, ছড়াশিল্পী ও গল্পকার অভিলাষ মাহমুদ। তিনি আপাদমস্তক সাহিত্যকে ধারণ করে আছেন। তার পোশাকেও তিনি সাহিত্যের ছাপ রেখেছেন। তাঁর পিতার নাম মুহাম্মদ ইদ্রিস ও মাতার নাম ছেনোয়ারা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। অভিলাষ মাহমুদের শখ বই পড়া ও ভ্রমণ আর প্রিয় খেলা দাবা। তার লেখালেখির সূচনা ১৯৯৯সালে। ২০০৬সালে প্রথম একটি স্থানীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। তার বাবার উপদেশ,"কারো সাথে মিথ্যা না বলা ও কাউকে না ঠকানো"-এই দু'টি উপদেশ ধারণ করে তিনি এগিয়ে যাচ্ছেন। অভিলাষ মাহমুদের জন্ম চট্রগ্রাম শহরের পূর্ব বাকলিয়ায় অবস্থিত বলির হাটে। ি তনি "অভিলাষ" নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। তিনি বর্তমানে নিউজসিটাগাং২৪ এ এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর হিসেবে কর্মরত। তার ইচ্ছা তিনি নবীন ও প্রবীণ লেখকদের জন্য কিছু করে যাবেন। এই লক্ষ্যে তিনি "অভিলাষ প্রকাশনী" নামে একটি প্রকাশনী প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.