![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিলাষ মাহমুদ / এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর/ বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম।
ভাষা-বইমেলার মাসে আমরা চেয়েছি অগ্রজদের ঋদ্ধ আলোয়- তারুণ্যের সৃজন-মত্ততা প্রসারিত করতে। সাহিত্যবিশারদ সুহৃদ, চট্টগ্রাম বরাবরেই থাকতে চায় সাহিত্য-সাংস্কৃতিক কর্মযজ্ঞে। এরই সুত্র ধরে সব জল্পনা-কল্পনার অবসান… সাহিত্যবিশারদ সুহৃদ, চট্টগ্রামের মুখপত্র ‘শব্দভেলায় শেকড় সন্ধানী’ স্লোগানকে সামনে রেখে ‘সুচক্ররেখা’র ২য় সংখ্যা প্রকাশিত হয়েছে গতকাল ২১ ফেব্রুয়ারি। বর্তমান সংখ্যাটিতে বাংলা সাহিত্যের প্রথিতযশার লেখার সাথে সাথে তরুণদের লেখাও স্থান পেয়েছে- যা সত্যিই প্রশংসিত। যারা এখনও সংগ্রহ করেননি, তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন।
©somewhere in net ltd.