![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিলাষ মাহমুদ / এ্যাসিস্ট্যান্ট সাব এডিটর/ বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ১৩ ও আর নিজাম রোড(৫ম তলা) , পাঁচলাইশ , চট্টগ্রাম।
প্রেমিকদের এমন ইচ্ছেগুলো
অভিলাষ মাহমুদ।
কচি বাদাম রঙা দুচোখের পাতা তোমার
বারংবার ছুঁয়ে দেখি-
ছুঁতে ছুঁতে ইচ্ছে করে মরে যেতে।
ইচ্ছে করে ছুঁতে ছুঁতেই মরে যাই!
কেন এমন ইচ্ছে হয়?
তোমাকে ভালোবাসি বলেই কি!
এমন ইচ্ছে কি শুধু আমার একার নাকি অন্য কোন প্রেমিকদেরও হয় হয়?
নাহ! বলতে পারি না ঠিক।
ভালোবাসলেই কি প্রেমিকার চোখের পাতা ছুঁতে ছুঁতে মরে যেতে ইচ্ছা করবে?
করতে পারে হয়তো ...
প্রেয়সীর চুলে বিলি কেটে কেটে ঘুমিয়ে পড়ে পাগলা প্রেমিক।
প্রেমিকার অনামিকা আঙ্গুল প্রেমিকের ছুঁয়া পেলে সাথে সাথে নৃত্য করে।
প্রেমিকদের এমন ইচ্ছেগুলো-
বে-প্রেমিকদের কাছে বাতুলতা বৈকি!
নিস্তব্দ রাতে আকাশের তারকাগুলোর কাছে প্রশ্ন করেছিলাম।
সমস্বরে মুচকি হেসে দিয়েছিলো শুধু।
সে হাসির ধ্বনির নানান প্রতিধ্বনি কানে এসেছিলো মাতাল বাতাসের তরঙ্গে।
ছোট বড় অনেক রকম ইচ্ছে হয় প্রেমিকদের।
প্রেমিকাদেরও হয়?
©somewhere in net ltd.